কলকাতা: চলতি সপ্তাহেই মুক্তি পাচ্ছে ‘জওয়ান’ (Jawan) । আর এবার ছবির সাফল্য় কামনায় তিরুপতির (Tirupari Temple) শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পৌঁছে গেলেন শাহরুখ খান ও ছবির অভিনেত্রী নয়নতারা (Nayanthara)। সঙ্গে ছিলেন সুহানাও। নয়নতারার স্বামী চলচ্চিত্র নির্মাতা বিঘ্নেশ শিবানার দেখা মিলল সেখানে।
ইতিমধ্য়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শাহরুখ-নয়নতারা-সুহানার তিরুপতি মন্দিরে পুজো দেওয়ার এই ভিডিও। এদিন শাহরুখের পড়নে ছিল সাদা কুর্তা। অন্য়দিকে সাদা সালোয়ারে নিজেকে সাজিয়েছিলেন সুহানা ও নয়নতারাও। এদিন ভক্তদের উদ্দেশে হাত নাড়তেও দেখা গেল কিং খানকে।
আরও পড়ুন...
চেন্নাই থেকে তামিলনাড়ু দক্ষিণেও ঝড় তুলতে প্রস্তুত 'জওয়ান'
উল্লেখ্য়, কয়েকদিন আগেই জম্মু ও কাশ্মীরের বৈষ্ণদেবী মন্দিরে পুজো দিতে ও প্রার্থনা করতে হাজির হয়েছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও প্রকাশ্যে এসেছিল সেখানে স্পষ্ট ছিল না শাহরুখের মুখ। একটি গাঢ় নীল হুডি পরেছিলেন শাহরুখ, মুখ ঢেকেছিলেন মাস্কে। নিরাপত্তারক্ষী পরিবৃত হয়ে দ্রুত হেঁটে চলে যাচ্ছিলেন শাহরুখ। তবে কিং খানের ওই একটা ঝলকই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, জানা যাচ্ছে ভারতের অন্য়ান্য় শহরের মত তামিলনাড়ুতেও সাড়া ফেলেছে 'জওয়ান'-এর অগ্রিম টিকিং বুকিং। দক্ষিণ ভারতে এই ছবি সাড়া ফেলবে বলে প্রথম থেকেই মনে করা হচ্ছিল। এর অন্য়তম কারণ হল, এই ছবিতে শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করেছিলেন একাধিক দক্ষিণী তারকা। যার মধ্য়ে অন্য়তম নয়নতারা, বিজয় সেতুপতি ও আরও অনেকে। এছাড়াও এই ছবির পরিচালক অ্য়াটলিও দক্ষিণ ভারতীয়।
সম্প্রতি চেন্নাইয়ের জিকে সিনেমাসের রুবান মাথিভানান বলেন, “ এই ছবির অগ্রিম বুকিং খুবই ভাল। এখানে তামিল ভাষার এই ছবি মুক্তি পাচ্ছে। ছবির বিষয় যদি দর্শকের ভাল লাগে তাহলে এই ছবির উড়ানকে থামানো অসম্ভব। এই ছবি আর একটি আরআরআর বা কেজিএফ হলেও অবাক হব না।"
তিনি আরও বলেন,'চেন্নাইয়ের ইভেন্টের পর এই ছবি নিয়ে দর্শকের উন্মাদনা আরও বেড়েছে। এই ছবির মুক্তি সপ্তাহেই কয়েকটি কম বাজেটের ছবি রিলিজ হচ্ছে, তাই এই ছবিকে টক্কর দেওয়ার মতও কিছু নেই।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial