মুম্বই: একের পর এক পদক জয়। সাঁতারে দেশের নাম উজ্জ্বল করছে অভিনেতা আর. মাধবন (R Madhavan) পুত্র বেদান্ত (Vedaant Madhavan)। গতকালই কোপেনহেগেনে অনুষ্ঠিত ড্যানিশ ওপেন সুইমিং ২০২০-এ রুপোর পদক জেতে। আর আজ পুরুষদের ৮০০ মিটার ফ্রি স্টাইল বিভাগে সোনা জিতে নিয়েছে বেদান্ত। ছেলের সোনা জয়ে গর্বিত বাবা মাধবন নিজের অনুভূতি প্রকাশ করলেন নেট মাধ্যমে। 


সাঁতারে সোনা জয় মাধবন পুত্র বেদান্তের-


এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অভিনেতা আর মাধবন তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেছেন। ছেলে বেদান্তের সোনার পদক জয়ের ভিডিও পোস্ট করে গর্বিত বাবা সকলের কাছে ছেলের জন্য আশীর্বাদ চেয়ে নিয়েছেন। পাশাপাশি বেদান্তের এই জয়ের জন্য তাঁর কোচ প্রদীপ স্যরের প্রতিও ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লেখেন, 'আর আজ জয়ের ধারা অব্যাহত। ডেনমার্ক ওপেনে বেদান্ত মাধবন সোনা জিতেছে। প্রদীপ স্যর ও বাকি সকলের কাছে আমি কৃতজ্ঞ এত আশীর্বাদের জন্য।'



আরও পড়ুন - Kishmish Song Released: মুক্তি পেল 'কিশমিশ' ছবির নতুন গান 'কান্না'


যে ভিডিও শেয়ার করেছেন অভিনেতা আর. মাধবন তাতে দেখা যাচ্ছে, পোডিয়ামে দাঁড়িয়ে রয়েছে দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী প্রতিযোগী। আর প্রথম স্থানাধিকারী হিসেবে সোনার পদক নিতে এগিয়ে যাচ্ছে বেদান্ত। ১৬ বছর বয়সী বেদান্তের এই ক্রমাগত জয় সাঁতারে দেশের নাম উজ্জ্বল করেছে। প্রশংসায় পঞ্চমুখ সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা। মাধবনের করা পোস্টে বেদান্তকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কমেন্ট করেছেন, রোহিত রয়, শিল্পা শেট্টি, বোমান ইরানি, ইশা গুপ্তা, সঞ্জীব কপূর, শমিতা শেট্টি, এষা দেওল ও আরও অনেকে।



তবে এই প্রথমবার বেদান্ত মাধবন দেশকে গর্বিত করছে যে এমনটা নয়। সাঁতারে এর আগেও সে পদক জিতেছে। ২০২১ সালে বেঙ্গালুরুতে হওয়া '৪৭ তম জুনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপস'-এ ১৬ বছর বয়সী এই সাঁতারু মোট চারটি রুপোর পদক জিতেছিল। ঝুলিতে ছিল আরও তিনটি ব্রোঞ্জের পদকও।