নয়াদিল্লি: দেশজুড়ে সাড়া জাগানো ব্যবসা করার পর 'পুষ্পা' (Pushpa) এখন রাশিয়ায় (Russia)। অল্লু অর্জুন (Allu Arjun) ও রশ্মিকা মান্দান্না (Rashmika Mandanna) অভিনীত তেলুগু এই ছবি রুশেদেরও মন জয় করেছে। ঠিক এক বছর আগে যেমন গোটা ভারত মেতেছিল 'পুষ্পা' জ্বরে। এখন সেই ছোঁয়া রাশিয়াতেও। সেখানকার বাসিন্দারাও এখন পা মেলাচ্ছেন 'সামি সামি' (Saami Saami) গানে। ভাইরাল তেমনই একটি ভিডিও।


রাশিয়ার মাটিতেও ভাইরাল 'পুষ্পা-শ্রীভল্লি'


সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে অল্লু অর্জুন ও রশ্মিকা মান্দান্নার এক ঝাঁক রুশ অনুরাগীকে দেখা যাচ্ছে জনপ্রিয় 'সামি সামি' গানে পা মেলাতে। ২০২১ সালের মুক্তি পায় 'পুষ্পা: দ্য রাইজ'। এবার এই ছবি মুক্তি পেতে চলেছে রাশিয়ায়। তারই আগে মস্কোর রেড স্কোয়্যারে এক ঝাঁক রুশ তরুণী সেই ছবির গানে ঐতিহাসিক জাদুঘরের কাছের এক রাস্তায় নেচে ভাইরাল হলেন। এবং একেবারেই যাঁকে মিস করলে চলবে না তা এক খুদে। তরুণীদের সঙ্গে পাল্লা দিয়ে একরত্তিও মাতলেন 'সামি' নাচে। 


এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী এই ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। ৫ মহিলা ও এক খুদেকে দেখা যায় ভিডিও। শীতপোষাকে, রোদ ঝলমলে রাস্তায় করা ভিডিও এখন ভাইরাল।


 






প্রসঙ্গত, গোটা 'পুষ্পা: দ্য রাইজ' টিমই রাশিয়ায়। ছবির মুক্তির প্রচারে ব্যস্ত সকলে। রাশিয়ায় ছবির মুক্তি ৮ ডিসেম্বর। অন্যদিকে, ছবির দ্বিতীয় অংশ, 'পুষ্পা: দ্য রুল'-এর শ্যুটিংও শুরু হয়েছে।


আরও পড়ুন: Jubin Nautiyal Health Update: 'হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি', সোশ্যাল পোস্টে স্বাস্থ্যের আপডেট জুবিন নওটিয়ালের