সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: হুগলির (Hooghly) পাণ্ডুয়ায় সাংঘাতিক ঘটনা। তৃণমূল নেতার (TMC Leader) বাড়ির উঠোনে রাখা মোটর বাইকে (Bike) হঠাৎ আগুন (fire) লাগল। কোনও দুর্ঘটনা নয়, আগুন লাগানো হয়েছে, এই কাজ বিরোধীদের। এমনটাই অভিযোগ তুলেছেন ওই তৃণমূল নেতা। অন্যদিকে, 'সবেতেই এখন তৃণমূল বিজেপির ভূত দেখছে' বলে পাল্টা কটাক্ষ করেছে গেরুয়া শিবির।                                                                                  


দুর্ঘটনা না প্রতিহিংসা?


সামনেই পঞ্চায়েত ভোট। তবে ডিসেম্বরের শীতেও গ্রামবাংলায় উত্তাপ ছড়াচ্ছে রাজনীতি। নেতাদের গা গরম করা ভাষণ, হুমকি-হুঁশিয়ারির আবহেই উঠছে সন্ত্রাসের অভিযোগও। তেমনই অভিযোগ উঠেছে হুগলির পাণ্ডুয়ার সিমলাগড়েও। সেখানে তৃণমূলের পঞ্চায়েত সদস্যর বাড়ির উঠোনে রাখা বাইক পুড়িয়ে দেওয়ার অভিযোগে শুরু হয়েছে তরজা।                                                                          


বৃহস্পতিবার রাত। ঘড়িতে তখন প্রায় সাড়ে ১১টা। হঠাত্‍ই পোড়া গন্ধ পান, তৃণমূল পরিচালিত সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের সদস্য দুর্গাপদ গায়েন। ঘরের জানলা খুলতেই দেখেন, বাইরে দাউ দাউ করে জ্বলছে বাইক। কিন্তু, বাড়ির ভিতরে রাখা মোটর বাইকে কী করে আগুন লাগল? নিছকই দুর্ঘটনা? না কি রাজনৈতিক দ্বন্দ্বের জের? না কি ব্যক্তিগত শত্রুতা?  


পাণ্ডুয়ার সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস সদস্য দুর্গাপদ গায়েনের অভিযোগ, 'আমি দেখলাম, গাড়িটায় বাড়ির সামনে দাউদাউ করে আগুন জ্বলছে। রাজনীতির কারণেই করেছে। বাড়িটা জ্বালিয়ে দিলে, সপরিবারে মরতাম। পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এমন ঘটনা।'                                                                  


আরও পড়ুন: B.ed College Corruption : কলেজে ২০ কোটি টাকার দুর্নীতি! 'যা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে হয়েছে' মন্তব্য অভিযুক্ত উপাচার্যের


সবেতেই বিজেপির ভূত দেখছে তৃণমূল, কটাক্ষ পদ্মশিবিরের। হুগলি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি তুষার মজুমদার বলেন, 'তৃণমূলের কাজ বিরোধীদের চক্রান্ত খুঁজে বের করা। বিরোধীদের গায়ে এত মাংস গজায়নি। সমবেদনা পাওয়ার জন্য এসব বলছে। মানুষ বুঝে গেছে। নাম দেয় বিজেপিকে। ধরা পড়ছে তৃণমূল। মার খাচ্ছে তৃণমূল। মরছে তৃণমূল। বিরোধী ভূত সবসময় দেখে তৃণমূল।'


বাইকে অগ্নিকাণ্ডের ঘটনায় অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে পাণ্ডুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতা।