কলকাতা: আদরের ছোট বোন নেই। ফিরবে না কোনোদিন। এই কথাটা যেন এখনও বিশ্বাস করতে পারছেন না ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)-র দিদি। ঐর্শ্বয্য শর্মা। বোনের মৃত্যুর দিন দিন পরে সোশ্যাল মিডিয়ায় আদুরে ছবি শেয়ার করে বোনের উদ্দেশে খোলা চিঠি লিখলেন অভিনেত্রীর দিদি।                                                                                                                                                         


গত ২০ অগাস্ট দীর্ঘ লড়াইয়ের পরে ক্যানসারের কাছে হার মেনেছেন মাত্র ২৪ বছরের অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। তাঁর মৃত্যুতে স্তদ্ধ টলিউড। অনেকেই যেন মানতে পারছেন না, 'ফাইটার' আর নেই। হ্যাঁ 'ফাইটার'-ই তো। ২ বার ক্যানসারকে হারিয়ে ফিরেছেন যিনি, তিনি তো 'ফাইটার'-ই। মানুষের যেন বিশ্বাস হয়ে গিয়েছিল, ঐন্দ্রিলা হারেন না। কিন্তু সেই মৃত্যু যেন বিশাল ধাক্কা সবার কাছে।   


সোশ্যাল মিডিয়ায় ঐন্দ্রিলার দিদি ঐশ্বর্য্য লিখছেন, 'অনেকদিন তো হল ,এবার তাড়াতাড়ি চলে আই বুনু। তুই ছাড়া আমি যে পঙ্গু। কে আমাকে সাজিয়ে দেবে বলতো ? কে আমার ছবি তুলে দেবে ? কে না বলা মনের কথাগুলো আমার মুখ দেখে বুঝে যাবে? কে আলাদিনের  আশ্চর্য্য প্রদীপ এর মতো আমার সমস্ত মনের ইচ্ছে পূরণ করবে ?কার সাথে আমি ঘুরতে যাবো ?কার সাথে পার্টি করবো? কার সাথে আমি সারারাত জেগে সিনেমা দেখবো গল্প করবো ? কে আমাকে সঠিক পরামর্শ দেবে ?আমাদের এখনো কত প্ল্যান্স বাকি আছে বলতো? কে আমাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসবে? কে আমার জন্য পুরো পৃথিবী র সাথে লড়বে,আমাকে আগলে রাখবে? আমার যে তুই ছাড়া আর কোনও প্রিয় বন্ধু নেই। তুই যে আমার জীবনীশক্তি। এই ২৪ বছর এ আমি যে নিজে থেকে কিছুই করতে শিখিনি বুনু। আমি জানি তুই সাবলম্বী কিন্তু তোর দিদিভাই যে তোকে ছাড়া খুব অসহায়। তাড়াতাড়ি আমার কাছে চলে আই বুনু। অপেক্ষায় রইলাম।' (অপরিবর্তিত)


আরও পড়ুন: Ritabhari on Varun: বরুণ ধবনের সঙ্গে মঞ্চ ভাগ করে নেওয়ার অভিজ্ঞতা কেমন? অকপট ঋতাভরী


ঐন্দ্রিলার মৃত্যুশোক এখনও ভুলতে পারেনি বলিউড। ভোলা সম্ভব নয়। ঐন্দ্রিলাকে স্মৃতিতে নিয়েই পথ চলবে সবাই।