কলকাতা: উজ্জ্বল হলুদ রঙের পোশাক, মুখ চওড়া হাসি, সামনে দুটো সুদৃশ্য কেক। 'বার্থডে গার্ল' (Birthday Girl) অপেক্ষায় রয়েছেন কখন ছবি তোলা শেষ হবে আর তিনি কেক কাটবেন। ছবি পোস্ট করেছেন অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। আর মন ভোলানো হাসি মুখে বসে রয়েছেন 'বার্থডে গার্ল' ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)।


ঐন্দ্রিলাকে চেনার পর থেকে সমস্ত কঠিন সময়ে তাঁর হাত যে শক্ত করে ধরে থাকেন সব্যসাচী তা তাঁদের অনুরাগীদের কাছে অজানা নয়। আজ ঐন্দ্রিলার জন্মদিন। এই বিশেষ দিনে বিশেষ পোস্ট যে সব্যসাচী করবেনই তা বলা বাহুল্য। 


সব্যসাচী চৌধুরীর কথায়, নিজের জন্মদিন নিয়ে সবচেয়ে বেশি উত্তেজিত না কি থাকেন স্বয়ং ঐন্দ্রিলাই। এদিন ঐন্দ্রিলাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, 'উনি সন্ধ্যে থেকে সেজেগুজে বসে থাকেন মাঝরাতে জন্মদিন পালন করবেন বলে। বারোটা বাজার আগে নিজেই কেক নিয়ে বসে সবাইকে ডাকাডাকি করেন। আমি ভুলে যাই বলে এক সপ্তাহ আগে থেকে মনে করাতে থাকেন যে ওনার জন্মদিন আসছে।' (অপরিবর্তিত)


 



বেশ কয়েক বছর ধরেই ক্যানসারের সঙ্গে যুঝছিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। অসুস্থতার কারণে থেমে যায় কাজ, থামে পছন্দের নাচের অনুশীলনও। দীর্ঘদিন ধরে চলা কঠিন চিকিৎসায় অবসন্ন শরীরে আদরের প্রলেপ লাগিয়েছিলেন সব্যসাচীই। তাঁর মাধ্যমেই ঐন্দ্রিলার স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত আপডেট পেতেন দর্শক ও ভক্তেরা। ডাক্তারদের চেষ্টায় এবং সব্যসাচীর হাত ধরে ধীরে ধীরে মানসিক ও শারীরিক ভাবে সেরে উঠেছেন 'বার্থডে গার্ল'। 


কোথাও গিয়ে ঐন্দ্রিলার লড়াই করার ক্ষমতা, জেদ ও বেঁচে থাকা অদম্য ইচ্ছে অনুপ্রাণিত করে সব্যসাচীকেও। তাই তো পোস্টের শেষে লেখেন, 'ছোটবেলায় বাংলা ব্যাকরণে ‘জিজীবিষা’ শব্দটা পড়েছিলাম। তবে তার প্রকৃত অর্থ আমি জেনেছি ওনাকে দেখে। শুভ জন্মদিন।' (অপরিবর্তিত)


আরও পড়ুন: Bonny Koushani Dance: মন্দারমণির সৈকতে 'শ্রীভল্লি', ট্রেন্ডে গা ভাসালেন বনি-কৌশানি


ঐন্দ্রিলা শর্মাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তাঁর মুখের এই চওড়া হাসি যেন চিরকাল অটুট থাকে। সুখে থাকুক জগতের সমস্ত সব্যসাচী-ঐন্দ্রিলারা।