নয়াদিল্লি: আন্তর্জাতিক উড়ানে নেশার ঘোরে বিশৃঙ্খল আচরণ করার দায়ে ছোটপর্দার জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মাকে সতর্ক করে দেওয়ার কথা ভাবছে এয়ার ইন্ডিয়া। এ বিষয়ে রিপোর্ট তলব করেছেন এয়ার ইন্ডিয়ার প্রধান অশ্বিনী লোহানি। সেই রিপোর্ট খতিয়ে দেখার পরেই চলতি সপ্তাহের মধ্যে এই অভিনেতাকে সতর্ক করে দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে।


এয়ার ইন্ডিয়া সূত্রে খবর, এ মাসের ১৬ তারিখ মেলবোর্ন থেকে দিল্লি আসার সময় বেশিমাত্রায় মদ্যপান করেছিলেন কপিল শর্মা। নেশার ঘোরে তিনি উচ্চস্বরে সঙ্গীদের গালিগালাজ করতে থাকেন। এতে অন্য যাত্রীরা বিরক্ত হন। তাঁদের মধ্যে এক বয়স্ক মহিলাও ছিলেন। বিমানের কর্মীরা কপিল শর্মাকে শান্ত হতে বললে তিনি সে যাত্রায় ক্ষমা চেয়ে নেন। কিন্তু কিছুক্ষণ পরেই ফের চিৎকার শুরু করে দেন এই অভিনেতা। এবার স্বয়ং পাইলট এসে তাঁকে সতর্ক করে দেন। এই হুঁশিয়ারিতে কাজ দেয়। উড়ানের বাকি সময়টা ঘুমিয়েই কাটান এই অভিনেতা।

সম্প্রতি শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড় এয়ার ইন্ডিয়ার এক কর্মীকে জুতোপেটা করেছেন। এই অভব্যতার জেরে তাঁকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাঁচটি বিমান সংস্থা। এবার কপিল শর্মাকেও বিশৃঙ্খল আচরণের বিষয়ে হুঁশিয়ারি দেওয়া হতে পারে।