মুম্বই: দাম্পত্যজীবন নিয়ে কাটাছেঁড়া চলছে লাগাতার। সেই আবহে জল্পনা বাড়ালেন খোদ ঐশ্বর্যা রাই। কারণ তাঁর নামের পাশে আর দেখা গেল না 'বচ্চন' পদবী। তাহলে কি বচ্চন পরিবারের সঙ্গে সম্পর্কছিন্নের জানানই দিলেন ঐশ্বর্যা? জোর জল্পনা শুরু হয়েছে তা নিয়ে। শুধু তাই নয়, ঐশ্বর্যা যে মন্তব্য করেছেন, তাও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। (Aishwarya Rai)


সম্প্রতি দুবাইয়ে আয়োজিত Global Women's Forum-এর একটি অনুষ্ঠানে যোগ দেন ঐশ্বর্যা। সেখানে 'International Star Aishwarya Rai' বলে স্ক্রিনে তাঁর নাম ভেসে ওঠে। কিন্তু নামের শেষে 'বচ্চন' পদবী দেখা যায়নি। তাই ঐশ্বর্যা নামের পাশ থেকে 'বচ্চন' পদবী ছেঁটে ফেলেছেব কি না, প্রশ্ন উঠছে। সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে বিষয়টি নিয়ে। (Bollywood Updates)


শুধু তাই নয়, ওই অনুষ্ঠানে ঐশ্বর্যা যে মন্তব্য করেন, তা-ও ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে ঐশ্বর্যা জানান, বিভিন্ন ক্ষেত্রের মানুষ একজোট হলে, সকলের কণ্ঠস্বর শোনা গেলে অনেক কিছু অর্জন করা সম্ভব। সমাজে পরিবর্তন আনা সম্ভব, সাম্য প্রতিষ্ঠা করা সম্ভব এবং পৃথিবীর সর্বত্র মহিলাদের জন্য সুযোগ তৈরি করা সম্ভব হবে। ঐশ্বর্যার এই মন্তব্য যেমন প্রশংসা কুড়িয়েছে সকলের, তেমনই তাঁকে অনেক দিন পর হাসিখুশি দেখাচ্ছে বলেও মন্তব্য করেছেন অনেকে। 



অভিষেক বচ্চনের সঙ্গে ঐশ্বর্যার দাম্পত্য  নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। ঐশ্বর্যা যে দীর্ঘদিন অভিষেকের সঙ্গে একছাদের নীচে থাকেন না, মেয়েকে নিয়ে আলাদা থাকেন, একাধিক সূত্র থেকে সেই খবর উঠে এসেছে। সম্পত্তি ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের কথা শোনা যায় প্রথম। পরে শাশুড়ি, ননদের সঙ্গে ঐশ্বর্যার বনিবনা না হওয়ার কথাও শোনা যায়। তবে দু'তরফের কেউই এই খবরে সিলমোহর দেননি এখনও পর্যন্ত। 


যদিও একাধিক ঘটনা অভিষেক এবং ঐশ্বর্যার মধ্যে দূরত্ব বেড়েছে বলে ইঙ্গিত করছে। ঐশ্বর্যার জন্মদিনে বচ্চনদের কেউ সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানাননি। আবার আরাধ্যার জন্মদিনের ছবিতে অভিষেককে দেখা যায়নি। অমিতাভ বচ্চনের জন্মদিনের ব্লগে, পরিবারের সব সদস্যের নাম থাকলেও, বাদ পড়ে ঐশ্বর্যার নাম। ফলে ঐশ্বর্যা এবং অভিষেকের সম্পর্কে ফাটল ধরেছে বলে জল্পনা জোর পেয়েছে।


তবে দুবাইয়ের অনুষ্ঠানে স্ক্রিনে ঐশ্বর্যার নামের পাশে 'বচ্চন' পদবী দেখা না গেলেও, ইনস্টাগ্রামে নায়িকার প্রোফাইলে এখনও 'বচ্চন' পদবী রয়ে গিয়েছে। তবে সোশ্য়াল মিডিয়ায় সেভাবে সক্রিয় নন ঐশ্বর্যা। তাই জল্পনা জোর পেয়েছে।