কলকাতা: প্রত্যেকবারই রেড কার্পেটে নতুন নতুন লুকে অনুরাগীদের চমকে দিতেই অভ্যস্থ তিনি। তবে এবারে তাঁর হাতে গুরুতর চোট রয়েছে। মুম্বই বিমানবন্দরে স্লিঙব্যাগে হাত ঢেকে তিনি যখন কানের রেড কার্পেটের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন, তখন অনেকেই উদ্বিগ্ন হয়েছিলেন। হাতে আঘাত নিয়ে কীভাবে কানের রেড কার্পেটে তিনি নজর কাড়বেন, সেই নিয়ে জল্পনা ছিলই। অবশেষে, সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ্যে আসতেই সেটা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 


৭৭তম কানের ফিল্ম ফেস্টিভ্যালে ফাল্গুনী পাঠক ও শেন পিককের (Falguni and Shane Peacock) তৈরি গাউন পরেছিলেন ঐশ্বর্য্য। এই পোশাক ব্যবহারে মূলত ৩টি রঙের ব্যবহার করা হয়েছে। কালো, সোনালি ও সাদা। কালো করসেট গাউনে বর্তমান ট্রেন্ডকে মাথায় রেখে মনোক্রোম ফ্যাশনের রমরমা। গাঢ় কালো পোশাকের সামনে সোনালি জ্যামিতিক কাজ। কাঁধ থেকে শুরু করে মাটি ছুঁয়েছে গাউনের লম্বা ট্রেন। সেখানে সোনালি রঙের ছোট, বড় একাধিক প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। সাদার ওপর সোনালি প্রজাপতির কাজ মানিয়েছে দুর্দান্ত। 


ঐশ্বর্য্যের কানে ছিল সোনালি রঙের হুপ দুল। মধ্যমায় মানানসই আংটি। খোলা চুলে মানানসই ছিমছাম মেকআপ ছিল ঐশ্বর্য্যর। তবে ঐশ্বর্য্যর এই থ্রিডি গোল্ড ফ্লোরাল গাউন চর্চার পাশাপাশি কটাক্ষও কুড়িয়েছে। অনেকেরই এই গাউনের স্টাইল মনে ধরেনি। তাঁর 'বিন ব্যাগ' বলে এই গাউনকে বিরূপ মন্তব্য করেছেন। ঐশ্বর্য্যর নিজের হাতের সাদা ব্যান্জেজকেও যেন নিজের সাজেরই অন্তর্গত করে নিয়েছিলেন। এদিন হাতে স্লিং-ব্যাগ নেননি তিনি। তবে এত কম সময়ের মধ্যে হাতের ব্যান্ডেজ খুলে ফেলা সম্ভব নয়। আর সেই কারণেই, বেমানন নয়, হাতে চোট নিয়েও তাক লাগানের রাইসুন্দরী।


এদিন মায়ের সঙ্গে আসেন মেয়ে আরাধ্যাও। মায়ের সঙ্গে মিল রেখে তিনিও পরেছিলেন কালো পোশাক। সঙ্গে ছিল একটি সাদা-কালো বো। মায়ের হাত ধরে ক্যামেরার সামনে আসেন আরাধ্যায়ও।


 






আরও পড়ুন: Bengali Movie: পথকুকুরদের বাঁচাতে আসছে কালভৈরব ! বিক্রমের জন্মদিনে প্রকাশ্যে 'পারিয়া ২'-র পোস্টার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।