Pariah 2: দু-দিন আগেই নিজের সমাজমাধ্যমে একটি ইঙ্গিতবহ ছবি পোস্ট করেন পরিচালক তথাগত মুখোপাধ্যায় যা দেখেই মূলত নেটপাড়ায় জল্পনা ওঠে যে খুব শীঘ্রই 'পারিয়া ২' (Pariah 2 Movie) আসছে। আর সেই জল্পনা এবার সত্যি হল। ১৭ মে শুক্রবার বিক্রম চট্টোপাধ্যায়ের জন্মদিনে অভিনেতা নিজের সমাজমাধ্যমে প্রথম 'পারিয়া ২'-র (Pariah 2 Movie) একটি মোশন পোস্টার লঞ্চ করেন। আর সেই পোস্টার দেখে ফের একবার উত্তাল হয়ে ওঠে নেটপাড়া। পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের জন্মদিনে এসেছিল আভাস, এবার অভিনেতা বিক্রমের জন্মদিনে সেই চমক, সেই রহস্যের উদঘাটন হল।


শুক্রবার ১৭ মে বিক্রম চট্টোপাধ্যায় তাঁর সমাজমাধ্যমে এই পোস্টার শেয়ার করেন। এখানে দেখা যায় লাল সূর্যের আভায় ঢেকে আছে আকাশ। তাঁর মাঝে উড়ছে কতগুলি হেলিকপ্টার। আর তারপরেই ভেসে ওঠে এক ব্যক্তিকে দেখা যায় যার এক হাতে বর্শা, অন্য হাতে বন্দুক এবং মুখে কুকুরের মুখোশ। পিঠে একটি কুকুরছানা বাঁধা আছে। তাঁর পাশে দাঁড়িয়ে আরও একটি কুকুর। আর মাটিতে লাশের সমারোহ। এই মোশন পোস্টারের ক্যাপশনে লেখা হয়, 'ওদের যারা কেড়েছে মাটি, কেড়েছে সবুজ - কেড়েছে ওদের আকাশ, কালভৈরব মৃত্যুরথে, ধ্বংসহাতে- করবে তাদের বিনাশ।'



এবার পথকুকুরদের বাঁচাতে আসছে কালভৈরব। প্রমোদ ফিল্মসের প্রযোজনায় এই ছবিতে (Pariah 2 Movie) আগের মতই মুখ্য ভূমিকায় দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে। অভিনেত্রী অঙ্গনা রায়ও এই পোস্টার শেয়ার করেছেন। ফলে বোঝাই যায় এই ছবিতে তিনিও থাকছেন। ছবির আবহসঙ্গীত নির্মাণ করবেন রণজয় ভট্টাচার্য। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে আসছে এই ছবি।  


'পারিয়া ওয়ান'-এ শুধু কুকুরদের কথা বলা হয়েছিল, এবার শুধু কুকুরদের জন্য নয়, বরং সমগ্র প্রাণীজগতের অস্তিত্ব রক্ষার লড়াই তুলে ধরবে 'পারিয়া ২'। পরিচালক তথাগত মুখোপাধ্যায় এর কথায়, 'মানুষ আজ পশুপাখির জগতে ঢুকে পড়েছে। জঙ্গল কেটে রাস্তা তৈরি করছে, ইমারত তৈরি করছে।সেই সব প্রশ্ন তুলবে 'পারিয়া ২'। কুকুরের মত অনান্য জীব-জন্তুদের ওপর যে ক্রমাগত অত্যাচার করে চলেছে মানুষ তার বিরুদ্ধে লড়াইয়ের কাহিনি থাকবে পারিয়ার এই ভাগে।


২০২৪ সালের ফেব্রুয়ারি মাসেই মুক্তি পেয়েছিল তথাগত মুখোপাধ্যায় পরিচালিত 'পারিয়া'। এবার এই ছবির দ্বিতীয় ভাগ (Pariah 2 Movie) আসতে চলেছে বড়পর্দায়। ছবির পরিচালক তথাগত মুখোপাধ্যায় তাঁর জন্মদিনে সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছিলেন যেখানে দেখা গিয়েছিল সাদা ব্যাকগ্রাউন্ডের উপর লাল রক্তের দুটি বড় আঁচড়। 'পারিয়া' ছবিতে যেভাবে রক্তের স্রোত দেখা গিয়েছিল, তাঁর অনুষঙ্গকে মাথায় রেখেই যে এই ছবি বানানো তা বুঝতে বাকি থাকেনি নেটিজেনদের। অনেকেই সেই ছবির কমেন্টে লিখেছিলেন, ' আর তর সইছে না। জলদি আসুক। তৈরি হোক পারিয়ার ইউনিভার্স।'


আরও পড়ুন: Bengali Cinema News: সিক্যুয়েল আসছে 'পারিয়া'র ! সমাজমাধ্যমে কী জানালেন তথাগত ?