কলকাতা: সদ্য জন্মদিন গিয়েছে জুনিয়র বচ্চনের (Abhishek Bachchan)। আর যখন ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) আর অভিষেকের (Abhishek Bachchan)-এর সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে, তখন সেই জল্পনায় জল ঢেলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। অভিষেকের জন্মদিনে শুভেচ্ছা জানালেন ঐশ্বর্য্য। আর সেখানেই যেন ফের একবার অভিষেক ঐশ্বর্য্য সবাইকে জানিয়ে দিলেন, তাঁদের সম্পর্কে বিচ্ছেদ হয়নি। তাঁরা রয়েছেন একসঙ্গেই।
কিছুদিন ধরেই জল্পনা চলছিল, অভিষেক বচ্চন আর ঐশ্বর্য্য রাই বচ্চনের ছাদ আলাদা হয়ে গিয়েছে নাকি। তাঁরা নাকি একসঙ্গে থাকছেন না। মেয়ে আরাধ্যাকে নিয়ে আলাদা থাকছেন ঐশ্বর্য্য। অন্যদিকে বাবা মায়ের সঙ্গে থাকছেন অভিষেক। শোনা যাচ্ছিল, সম্পত্তিগত সমস্যার কারণেই নাকি আলাদা থাকছেন তাঁরা। তাঁদের বিচ্ছেদ শুধু নাকি সময়ের অপেক্ষা। তবে সদ্য বেশ কয়েকটি ঘটনায়, প্রকাশ্যে এসেছে অন্য ছবিই। বারে বারেই এক ফ্রেমে দেখা গিয়েছে অভিষেক ও ঐশ্বর্য্যকে। বিভিন্ন বাইরের অনুষ্ঠান থেকে শুরু করে আরাধ্যার স্কুলের অনুষ্ঠান, সব জায়গাতেই একসঙ্গে গিয়েছিলেন তাঁরা। ছিলেন অমিতাভ বচ্চনও। তবে ঐশ্বর্য্যের সঙ্গে এক ফ্রেমে দেখা যায়নি জয়া বচ্চনকে। সেই কারণেই অনেকে মনে করছেন, ঐশ্বর্য্যের সমস্যা শুধুই নাকি জয়া বচ্চনের সঙ্গে।
ঐশ্বর্য্য়ের জন্মদিনে অভিষেক কিছু পোস্ট না করলেও, অভিষেকের জন্মদিনে নায়কের একটি ছোটবেলার ছবি পোস্ট করেছেন নায়িকা। লিখেছেন, 'শুভ জন্মদিন। খুশি থাকো, সুস্বাস্থ্য হোক, ভালবাসা আর ঐশ্বরের আশীর্বাদ। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। অনেকে আবার বেশ অবাকই হয়েছেন ঐশ্বর্য্য রাই বচ্চনের পোস্ট দেখে। অনেকে যখন মনে করছেন সম্পর্ক ভাঙতে বসেছে অভিষেক আর ঐশ্বর্য্যের, তখন ঐশ্বর্য্যের এই পোস্ট অবাক করেছেন অনেকেই। তবে সবাই চান, অভিষেক আর ঐশ্বর্য্য যেন একসঙ্গেই থাকেন। সেই কারণে এই পোস্ট দেখে খুশি হয়েছেন অনেকেই।
সদ্যই আরাধ্যার স্কুলের একটি অনুষ্ঠান ছিল। সেখানে দেখা গিয়েছিল অভিষেক আর ঐশ্বর্য্যকে। তবে মেয়েকে নিয়ে আলাদা এসেছিলেন ঐশ্বর্য্য। একসঙ্গে এসেছিলেন অভিষেক ও অমিতাভ। তবে তাঁদের সম্পর্কে ঠিক কী সমীকরণ তা কেবল জানেন তাঁরাই।
আরও পড়ুন: RG Kar Issue: তিলোত্তমার জন্মদিনের আগে, তাঁকে শ্রদ্ধা জানিয়ে টিভির পর্দায় আরজি কর কাণ্ড