নয়াদিল্লি: বলিউডের দীর্ঘদিনের গুঞ্জন (Bollywood Gossip)। ঐশ্বর্যা রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) ও অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) নাকি ভাঙছে সংসার। বিচ্ছেদের পথে হাঁটছেন তাঁরা, এমনই খবর (Divorce Rumours)। এই আবহেই এবার ঐশ্বর্যাকে দুবাইয়ে দেখা গেল বিয়ের আংটি ছাড়া। যা ফের একবার জল্পনা উস্কে দিয়েছে। 


হাতে নেই বিয়ের আংটি, তাহলে কি বিচ্ছেদের গুঞ্জনে পড়ল সিলমোহর?


সম্প্রতি দুবাইয়ে মেয়ে আরাধ্যা বচ্চনের সঙ্গে দেখা গিয়েছে ঐশ্বর্যাকে। জনপ্রিয় SIIMA অ্যাওয়ার্ডে অংশ নিতে পৌঁছেছেন তাঁরা। সেখানকারই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দেখা যাচ্ছে আয়োজকরা স্বাগত জানাচ্ছেন বলিউড সুন্দরীকে। অনুরাগীরা এনেছেন ফুলের তোড়া। মেয়ে আরাধ্যাকে কাছে নিয়ে নিজেদের গন্তব্যের দিকে এগিয়ে যান অভিনেত্রী। তাঁকে দেখা গেল কালো পোশাকে। তবে খুব পরিষ্কার দেখা গেল তাঁর আঙুল ফাঁকা। অর্থাৎ হাতে যে বিয়ের আংটি ছিল তাঁর এতদিন, সেটি এখন নেই। 


জনসমক্ষে অভিনেত্রীকে বিয়ের আংটি ছাড়া দেখে ফের একবার উস্কে উঠল জল্পনা। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে একটি ইভেন্টে অভিষেককেও বিয়ের আংটি ছাড়া দেখা যায়। তাঁর হাতে আংটি নেই, সেটা নজর করেছিলেন অনুরাগীরাই। ঐশ্বর্যা ও অভিষেকের বিচ্ছেদের গুঞ্জন বেশ অনেকদিন ধরেই চলছে। দুই তারকার বিবাহিত জীবন ১৭ বছরের। এই বছরের জুলাই মাসে যখন একটি অনুষ্ঠানের রেড কার্পেটে অভিষেককে ছাড়া অভিনেত্রী একাই পা রাখেন, তখন থেকে শুরু হয় জল্পনা। তাহলে কি বলিউডে ভাঙছে আরও একটি বিয়ে। এই বছরের শুরুর দিকে ঐশ্বর্যা ও অভিষেক আম্বানিদের বিয়েবাড়িতে উপস্থিত ছিলেন যদিও তাঁরা সেখানে পৌঁছন আলাদা। তবে বিয়ের অন্দরমহলে একসঙ্গে ফ্রেমবন্দি হন তাঁরা। আবার বিয়ে মিটতেই ঘুরতে চলে যান ঐশ্বর্যা, যেখানে সঙ্গে ছিলেন না জুনিয়র বচ্চন। ফলে জল্পনা বেড়েই চলে। এই আবহেই সোশ্যাল মিডিয়ায় আবার 'ডিভোর্স' সংক্রান্ত একটি পোস্টে অভিষেক 'লাইক' করেন যা রীতিমতো ঘৃতাহুতি করে জল্পনায়। 


 






আরও পড়ুন: 'Porichoy Gupta': 'মানবিকতা'র খাতিরে স্থগিত মুক্তি, এখনই প্রেক্ষাগৃহে আসছে না ঋত্বিক-জয়-ইন্দ্রনীলের 'পরিচয় গুপ্ত'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।