নয়াদিল্লি: ডিজনি-র ‘মালেফিসেন্ট:মিস্ট্রিজ অফ ইভিল’-এ এবার ঐশ্বর্য্য রাই বচ্চনের কন্ঠ। মালেফিসেন্টের ভূমিকায় অভিনয় করছেন অ্যাঞ্জেলিনা জোলি। এই ছবিটি মুক্তি পাবে হিন্দি ভাষাতেও। হিন্দিতে মালেফিসেন্টের ভূমিকায় কন্ঠ দেবেন ঐশ্বর্য্য।
২০১৪ সালে মুক্তি পায় ‘মালেফিসেন্ট’। এই ছবিতেও মালেফিসেন্টের ভূমিকায় দেখা গিয়েছিল অ্যাঞ্জেলিনা জোলিকেই। ছোট্ট রাজকুমারী অরোরা-কে মালেফিসেন্টের দেওয়া অভিশাপ নিয়ে আবর্তিত হয়েছিল ‘মালেফিসেন্ট’- এর গল্প।‘মালেফিসেন্ট:মিস্ট্রিজ অফ ইভিল’ এই ছবিরঅ সিক্যুয়াল।
অ্যাঞ্জেলিনা জোলি ছাড়াও এই ছবিতে দেখা যাবে আরও অনেক তারকাকে।
মালেফিসেন্টের ভূমিকায় ঐশ্বর্য্যের কন্ঠ, অভিনয়ে অ্যাঞ্জেলিনা জোলি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Oct 2019 11:46 AM (IST)
ডিজনি-র ‘মালেফিসেন্ট:মিস্ট্রিজ অফ ইভিল’-এ এবার ঐশ্বর্য্য রাই বচ্চনের কন্ঠ। মালেফিসেন্টের ভূমিকায় অভিনয় করছেন অ্যাঞ্জেলিনা জোলি। এই ছবিটি মুক্তি পাবে হিন্দি ভাষাতেও। হিন্দিতে মালেফিসেন্টের ভূমিকায় কন্ঠ দেবেন ঐশ্বর্য্য।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -