নয়াদিল্লি: আজ মহাত্মা গাঁধীর ১৫০ তম জন্মদিন। সারা দেশ জুড়ে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে তাঁর জন্মদিবস। সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজঘাটে মহাত্মার সমাধিক্ষেত্রে শ্রদ্ধাজ্ঞাপন করেন। সঙ্গে ছিলেন জে পি নাড্ডা ও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। পরে তিনি বিজয়ঘাটে প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিক্ষেত্রে তাঁর ১৪৫ জন্মদিন উপলক্ষ্যে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।




এরপর সবরমতী আশ্রমে স্বচ্ছ ভারত দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন মোদি। আজ রাজঘাটে যান কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সনিয়া গাঁধীও, মনমোহন সিংহ, লালকৃষ্ণ আডবাণী প্রমুখ।
আজ থেকেই শুরু হচ্ছে বিজেপির চার মাস ব্যাপী সংকল্প যাত্রা।
মঙ্গলবার মহাত্মা গাঁধীর প্রাক জন্মদিন বার্তা দিতে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দেশবাসীকে স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে বাপুজীকে শ্রদ্ধা জানানোর আহ্বান জানান।