ধূমপানের নেশা রয়েছে অজয় দেবগনের। সেই অভ্যাস থেকে বেরোতেও পারেননি তিনি। তাই আনমোনে সাত বছরের ছেলে যুগকে জড়িয়ে একটি ছবি অজয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ছবিটে অজয়ের এক হাতে সিগারেট ধরা ছিল, অপর হাতে যুগ। আর তাতেই চটেছে নেটিজেনরা।
তাঁদের দাবি এভাবে বাচ্চার সামেন প্রকাশ্যে ধূমপান করা উচিত নয়। অনেকেই বলেছেন ছেলেকে এভাবে প্যাসিভ স্মোকার বানিয়ে দিলেন অজয়, সেটা একেবারেই উচিত নয়। অনেকের মত, তিনি তরুণ প্রজন্মের কাছে রোল মডেল। সেখানে এভাবে প্রকাশ্যে ধূমপান করার অভ্যাস ঠিক নয়।