নইসার একটি ফ্যান পেজে শেয়ার করা ভিডিওতে ১৭ বছরের নইসাকে স্কাইলার গ্রে-র স্ট্যান্ড বাই মি গানের ছন্দে নাচতে দেখা গিয়েছে। ভিডিওতে নইসাকে তার গার্ল গ্যাংয়ের সঙ্গে নাচের তালে মেতে উঠতে দেখা গিয়েছেই নইসাকে।
সম্প্রতি কন্যা দিবসে কাজল ও অজয় সোশ্যাল মিডিয়ায় তাঁদের আদরের কন্যাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। অজয় লিখেছিলেন, আমার মেয়ে নইস আমার কাছে অনেক কিছু। আমার তীব্র সমালোচক, আমার সবচেয়ে বড় দুর্বলতা ও শক্তিও। ও এখন অনেকটাই সাবালিকা, কিন্তু আমার ও কাজলের কাছে এখনও সেই ছোটটিই রয়েছে।
কাজল লিখেছিলেন, আমার প্রিয় মেয়ের সবচেয়ে যেটা বেশি ভালো লাগে, তা হল ওর দৃষ্টিভঙ্গি। সবসময়ই আমার সঙ্গে পার্থক্য থাকে, যা আমাকে নিয়ের দৃষ্টিভঙ্গি সম্পর্কে ভাবায় এবং অন্যভাবে সবকিছু দেখতে হয়। আর এটা করাটা আমার কাছে কঠিন হয়ে ওঠে।
২০০৩-এর ২০ এপ্রিল নইসার জন্ম। বর্তমানে সিঙ্গাপুরে ইউনাইটেড কলেজ অফ সাউথ ইস্ট এশিয়াতে পড়াশোনা চলছে নইসার। লকডাউনের সময়টা মুম্বইয়ে পরিবারের সঙ্গেই কেটেছে। এরপর মা কাজলের সঙ্গে সিঙ্গাপুরে ফিরে যেতে হয়েছে। তখন থেকে কাজল মেয়ের সঙ্গেই রয়েছেন।