মুম্বই: ব্যক্তিগত জীবন গোপনে রাখতে চান অজয় দেবগণ। স্ত্রী কাজলের ছবি কখনও সখনও পোস্ট করলেও ছেলেমেয়েদের ছবি সোশ্যাল মিডিয়ায় কখনও পোস্ট করেন না তিনি। কিন্তু এবার ছেলে যুগের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অজয়। আর ক্যাপশনে শুধু একটা স্মাইলি। 🙂 A post shared by Ajay Devgn (@ajaydevgn) on Apr 13, 2017 at 10:42pm PDT