কলকাতা: প্রত্যেক মিউজিক্যাল ঘরানার (Musical Genre) একেকটা নিজস্ব গুণ থাকে। সম্প্রতি, মুক্তি পেয়েছে 'আকারে নেই বিকারে নেই' (Akarey Nei Bikarey Nei)। প্রযোজনা সংস্থা 'শ্রী ভেঙ্কটেশ ফিল্মস'-এর (SVF) নতুন ইন্ডি মিউজিক প্রোগ্রামের দ্বিতীয় মিউজিক ভিডিও এটি।


মুক্তি পেয়েছে 'আকারে নেই বিকারে নেই'


সম্প্রতি মুক্তি পেয়েছে 'আকারে নেই বিকারে নেই'। মিউজিক ভিডিওয় রয়েছেন উঠতি তারকা নীরঞ্জন মন্ডল ওরফে 'লাফটারসেন'। এই গান এক ২১ বছর বয়সী যুবকের, যে কোন পেশা নিয়ে এগোবে তা সিদ্ধান্ত নিতে পারে না। যুবকের নাম অর্ক সেন। আরও একাধিক যুবকের মতোই চাকরির খোঁজে নিজের ইচ্ছের সঙ্গে লড়াইয়ে জড়ায় অর্ক। নিজের লক্ষ্য বা নিজের ইচ্ছাকে প্রাধান্য দেবে না বাড়ি, পরিবারের লক্ষ্যকে প্রাধান্য দিয়ে স্থায়ী চাকরির খোঁজ নেবে সেই টানাপোড়েন চলতে থাকে তার মধ্যে। গোটা গানটা চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার পথে অর্কর মনের টালমাটাল পরিস্থিতির জানান দেয়। তবে সব শেষে কীভাবে পরিস্থিতি বদলে যায় এবং নিজের প্যাশনেই শান্তি পায় সে, সেই গল্পই বলা হয়েছে এই মিউজিক ভিডিওয়।                     


 






আরও পড়ুন: Yuvaan: আধো বুলিতে চলছে 'পড়া পড়া খেলা', শুভশ্রীর পোস্টে মন জয় ইউভানের


 






অডিও গানটি প্রথমে মুক্তি পাওয়ার পর প্রত্যেকটি অডিও প্ল্যাটফর্মেই খুব ভাল প্রতিক্রিয়া পায়। দর্শক বারংবার এই গানের একটি ভিডিও দেখতে চেয়েছিলেন। সেই আশাই পূর্ণ করেছে 'শ্রী ভেঙ্কটেশ ফিল্মস'। 'আকারে নেই বিকারে নেই' গানটি গেয়েছেন নবাগত মৈনাক ভট্টাচার্য। লিখেছেন প্রলয় সরকার। 'বাংলার গান ইন্ডিজ' একগুচ্ছ নতুন প্রতিভাকে নিয়ে তৈরি হয়েছে। এমন গান এখানে শোনা যাবে যেগুলির সঙ্গে তরুণ প্রজন্ম ভীষণভাবে একাত্ম বোধ করতে পারে। নতুন ধরনের গান ও নতুন প্রতিভাদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষাই এই প্রজেক্টের লক্ষ্য।