মুম্বই: বলিউড অভিনেত্রী জারিন খানের 'অকসর-২' ছবিটি শুক্রবার মুক্তি পেয়েছে পর্দায়। ছবির প্রচারে সম্প্রতি তিনি দিল্লি গিয়েছিলেন। সেখানেই অজ্ঞাতপরিচয়ের একদল ব্যক্তিদের হাতে প্রায় শ্লীলতাহানির মতো পরিস্থিতির শিকার হতে হয় অভিনেত্রীকে। এই ঘটনায় মারাত্মক ক্ষুব্ধ 'অকসর-২'র অভিনেত্রী। ছবি নির্মাতাদের নিজের ক্ষোভের কথা জানিয়েছেনও তিনি। প্রসঙ্গত, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার জন্যেই এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে তাঁকে পড়তে হয়েছে বলে মনে করেন জারিন। এই ঘটনার পর গভীর রাতের বিমান ধরে মুম্বই ফিরে যান অভিনেত্রী।
জারিনের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, ছবির প্রচারে পুরো দিল্লি সফরটাই সুখকর ছিল। বিরক্তির এই ঘটনাটি ঘটে একেবারে সফরের শেষ গন্তব্যস্থলে। সেই ভেনু থেকে বেরিয়ে আসার সময়, জারিনের আশেপাশে কোনও নিরাপত্তা কর্মী রাখেননি অনুষ্ঠানের আয়োজকরা। সেই সময়ই ৪০ থেকে ৫০ জনের একটি দল প্রায় জারিনের গায়ের কাছে এসে সেলফি তুলতে চায়। এমনকি জোর করে তাদের ক্যামেরা ফোন জারিনের মুখের সামনে ধরে। শ্লীলতাহানির মতো পরিস্থিতি তৈরি হয়। যখন এই ঘটনাটি ঘটছে, তখন ছবির একজন পুরুষ সদস্যও জারিনকে সাহায্য করতে এগিয়ে আসেননি। পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।
১৭ তারিখ মুক্তি পেয়েছে জারিনের ছবি 'অকসর-২'। ছবিতে জারিন ছাড়া রয়েছেন, গৌতম রোডে, অভিনব শুক্লা, ললিত দুবে, মোহিত মদন, এস.শ্রীসন্থ।
ছবির প্রচারে গিয়ে অপরিচিত ব্যক্তিদের হাতে শ্লীলতাহানির শিকার জারিন খান, বিরক্ত অভিনেত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Nov 2017 10:34 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -