জারিনের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, ছবির প্রচারে পুরো দিল্লি সফরটাই সুখকর ছিল। বিরক্তির এই ঘটনাটি ঘটে একেবারে সফরের শেষ গন্তব্যস্থলে। সেই ভেনু থেকে বেরিয়ে আসার সময়, জারিনের আশেপাশে কোনও নিরাপত্তা কর্মী রাখেননি অনুষ্ঠানের আয়োজকরা। সেই সময়ই ৪০ থেকে ৫০ জনের একটি দল প্রায় জারিনের গায়ের কাছে এসে সেলফি তুলতে চায়। এমনকি জোর করে তাদের ক্যামেরা ফোন জারিনের মুখের সামনে ধরে। শ্লীলতাহানির মতো পরিস্থিতি তৈরি হয়। যখন এই ঘটনাটি ঘটছে, তখন ছবির একজন পুরুষ সদস্যও জারিনকে সাহায্য করতে এগিয়ে আসেননি। পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।
১৭ তারিখ মুক্তি পেয়েছে জারিনের ছবি 'অকসর-২'। ছবিতে জারিন ছাড়া রয়েছেন, গৌতম রোডে, অভিনব শুক্লা, ললিত দুবে, মোহিত মদন, এস.শ্রীসন্থ।