কলকাতা: একটা সময় সলমন খান (Salman Khan) আর  ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) এর সম্পর্কের চর্চা ছিল সমস্ত জায়গায়। প্রত্যেকেই জানতেই, সম্পর্কে রয়েছেন রুপোলি পর্দার এই ২ তারকা। কিন্তু তাঁদের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়ায়নি, ভেঙে যায়। তবে শোনা যায়, শুধু সলমন নয়.. একাধিক নায়কের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ঐশ্বর্য্য। অবশেষে, অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) পুত্র অভিষেক বচ্চন (Abhishek Bachchan)-এর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তবে কেবল সলমন খান নয়, তার আগেও ঐশ্বর্য্যের সঙ্গে নাম জড়িয়েছিল অন্য অভিনেতার!

Continues below advertisement

একটা সময়ে ঐশ্বর্য্য রাই বচ্চনের সঙ্গে নাম জড়িয়েছিল অক্ষয় খান্না (Akshay Khanna)-র। শোনা যেত, এই ২ তারকা নাকি প্রেম করছেন, বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে দেখাও যেত। তবে কখনও নিজের সম্পর্ক নিয়ে কিছু বলেননি অক্ষয় বা ঐশ্বর্য্য। তবে একটা সময়ে, নায়িকাকে নিয়ে, তাঁর সৌন্দর্য্যকে নিয়ে খোলামেলা কথা বলেছিলেন অক্ষয় খান্না। বলেছিলেন, অভিনেতা নাকি ঐশ্বর্য্য রাইয়ের থেকে চোখ সরাতে পারতেন না। সদ্যই কর্ণ জোহরের সঙ্গে কথোপকথনের সময়, প্রাণ খুলে ঐশ্বর্য্য রাইকে নিয়ে কথা বলেছিলেন অক্ষয়। কী বলেছিলেন তিনি। 

অক্ষয় খান্নাকে জিজ্ঞাসা করা হয়েছিল, সবচেয়ে আকর্ষণীয় মহিলা কে? একটুও না ভেবে অক্ষয় খান্না উত্তর দিয়েছিলেন, ঐশ্বর্য্য রাই বচ্চন। তিনি আরও জানিয়েছিলেন, যখনই তিনি ঐশ্বর্য্য রাই বচ্চনের সঙ্গে দেখা করেন, তাঁর নাকি চোখ সরে না। পুরুষদের কাছে বিষয়টা লজ্জার হলেও এতে এখন অভ্যস্থ হয়ে গিয়েছেন ঐশ্বর্য্য রাই বচ্চন। তিনি জানেন, তাঁর সঙ্গে দেখা করে সবাই তাঁর দিকে তাকিয়েই থাকেন। অক্ষয় স্বীকার করেন, কারোও সঙ্গে দেখা হলে তাঁর দিক থেকে চোখ সরে না এমন তাঁর সাধারণত হয় না। কিন্তু ঐশ্বর্য্য রাি বচ্চনের ক্ষেত্রে বিষয়টা আলাদা। তিনি পাগলের মতো তাকিয়ে থাকেন। 

Continues below advertisement

শোনা যায়, অক্ষয় খান্না আর ঐশ্বর্য্যের সম্পর্ক বেশিদূর এগোয়নি। 'হাম দিল দে চুকে সনম' ছবিতে অভিনয় করার সময় থেকেই কাছাকাছি আসেন সলমন আর ঐশ্বর্য্য। তখনই নাকি অক্ষয় খান্নার সঙ্গে সম্পর্ক ভেঙে যায় তাঁর। তবে কখনও নিজের আর ঐশ্বর্য্যের সম্পর্কের কথা নিয়ে মুখ খোলেননি অক্ষয় খান্না। তিনি কেবল একজন অভিনেত্রী হিসেবে, মানুষ হিসেবে ঐশ্বর্য্যের সৌন্দর্য্যের প্রশংসা করেছিলেন। তাঁদের মধ্যে প্রেমের সম্পর্কের গুঞ্জন থাকলেও, তা প্রকাশ্যে স্বীকার করেননি কখনও।