কলকাতা: বক্সঅফিসে উল্লেখযোগ্য ব্যবসা করতে না পারলেও, চর্চায় রয়েছে অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত 'মিশন রানিগঞ্জ' (Mission Raniganj)। ১৯৮৯ সালে রানিগঞ্জ কয়লাখনির একটি দুর্ঘটনা নিয়ে তৈরি হয় এই ছবি। আর এই ছবিকে, নিজের দীর্ঘ কেরিয়ারের সেরা ছবি বলে অভিহিত করলেন ছবির নায়ক। সম্প্রতি একটি টক শো-তে এসে একথা বলেন অক্ষয়কুমার। 


সম্প্রতি প্রকাশ্যে এসেছে অক্ষয়কুমারের একট 'টক শো'-এর টিজার। নিজের আগামী ছবি 'মিশন রানিগঞ্জ' নিয়ে সেখানে কথা বলেছেন অক্ষয়। সেইসঙ্গে তুলে ধরেছেন, তাঁর জীবনের একাধিক ছোট ছোট ঘটনাও। অক্ষয় বলেন, 'আমি ক্লাস ৭-এ একবার ফেল করেছিলাম। আমায় ২ বার ওই একই ক্লাসে পড়তে হয়েছিল। তখন বাবা আমায় মারবে বলে আমার পিছনে ছুটেছিলেন। তারপরে প্রশ্ন করেছিলেন, 'তুই হতে কী চাস?' আমি তখন বলি, 'হিরো হতে চাই।' হঠাৎ করে মুখ দিয়ে কেন বেরিয়ে গিয়েছিল জানি না। বাবা খুব হেসেছিলেন। বলেছিলেন, কাকা কখনও পারেনি আর তুই পারবি!' এরপরে সঞ্চালক বলেন, 'এমন একটা ছবিও দেখিনি যেখানে আপনি অনেক উঁচু থেকে লাফ দেননি বা এমন কোনও স্টান্ট করেননি। হেসে অক্ষয় বলেন, 'ধরে নিন লাফিয়ে লাফিয়েই নিজের কেরিয়ার তৈরি করে ফেলেছি আমি।'


সঞ্চালক প্রশ্ন করেন, 'মিশন রানিগঞ্জ ছবিটি করার অভিজ্ঞতা কেমন হয়েছে?' অক্ষয় বলেন, '৭১ জন মানুষ সাড়ে ৩০০ ফুট নিচে আটকে ছিলেন। সর্দার জসন সিং গিল (Jaswant Singh Gill) নিজে ইঞ্জিনিয়ার ছিলেন। সবাই বলেছিল নিচে আর কেউ বেঁচে নেই। সবাই মৃত। নিচে প্রচুর জল জমে গিয়েছিল। সর্দার নিজে নিচে গিয়েছিলেন এবং সবাইকে বের করে নিয়ে এসেছিলেন। একেবারে শেষে নিজে বাইরে এসেছিলেন। এমন একজন মানুষের গল্প আমি পর্দায় তুলে ধরেছি। আমি ১০০ থেকে ১৫০টা ছবি করেছি। কিন্তু এই ছবিটা আমার কেরিয়ারের সেরা ছবি।'


সঞ্চালক প্রশ্ন করেছিলেন, 'অক্ষয় কী এমন ছবি খোঁজেন যা আর কেউ করবে না? অক্ষয় বলেন, 'এটা সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার জন্যই আমি করি। এমন এমন সামাজিক সমস্যা নিয়ে ছবি বানাতে চাই যা আর কেউ বানাবে না।'


 






আরও পড়ুন: Top Social Post: যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা নুসরতের, অ্যাকশন অবতারে ক্যাটরিনা, আজকের 'সোশ্যালে সেরা'