মুম্বই: বলিউডে একের পর এক করোনার (Coronavirus) প্রকোপ। একাধিক বলি তারকা কোভিডে আক্রান্ত হচ্ছেন। সেই সঙ্গে একের পর এক ছবি মুক্তির তারিখ স্থগিত করে দেওয়া হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হল অক্ষয় কুমারের (Akshay Kumar) আগামী ছবি 'পৃথ্বীরাজ' (Prithviraj)। এই ছবিটি ২১ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল। 


করোনা ও ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা বৃদ্ধির ফলে ভারত জুড়ে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিল্লির মতো কিছু জায়গা থিয়েটার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। চন্দ্রপ্রকাশ দ্বিবেদী (Chandraprakash Dwivedi) পরিচালিত 'পৃথ্বীরাজ' ছবিতে প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারের (former Miss World Manushi Chhillar) অভিনয়ে অভিষেক হবে। যদিও ছবির নির্মাতারা এখনও পর্যন্ত পরবর্তী মুক্তির তারিখ ঘোষণা করেননি।


সূত্রের খবর অনুযায়ী, 'যখন আপনার হাতে একটি নিশ্চিত ব্লকবাস্টার প্রজেক্ট রয়েছে যা সারা দেশের দর্শকদের আলোড়িত করবে, তখন আপনি এত বড় জিনিসের সঙ্গে ছেলেখেলা করা উচিত নয়। 'পৃথ্বীরাজ' মানুষকে থিয়েটারে ফিরিয়ে আনতে ব্যাপকভাবে সাহায্য করবে এবং এটি এমন সময়ে মুক্তি পাওয়া উচিত না যখন সেই উদ্দেশ্য পূরণ হবে না। ছবিটি স্থগিত করা এবং এর পরবর্তী মুক্তির তারিখ ঠিক করার আগে ওমিক্রন এবং কোভিড পরিস্থিতি যাচাই না করা উচিত নয়।'


আরও পড়ুন: On Screen Jodi Reunite: শাহরুখ-দীপিকা থেকে আমির-করিনা, দর্শকদের পছন্দের এই ৫ জুটি পর্দায় ফিরছেন ২০২২-এ


সূত্রের আরও দাবি, 'প্রযোজনা সংস্থা "যশ রাজ ফিল্মস" ভারত এবং বিদেশে পরিস্থিতির উন্নতি হয় কিনা তা দেখার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করছিল তবে করোনভাইরাস আক্রান্তের সংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাতে এই সিদ্ধান্ত নিতে তাঁরা বাধ্য হয়েছেন। সবাই 'পৃথ্বীরাজ'-এর দিকে তাকিয়ে আছেন।'


সম্প্রতি পিছিয়ে গিয়েছে একাধিক বলিউড ছবির মুক্তির তারিখ। 'আর আর আর' ও 'জার্সি' তাঁর মধ্য়ে অন্যতম।