মুম্বই: বলিউডের অন্যতম বড় পিরিয়ড ফিল্ম তৈরিতে হাত দিতে চলেছে যশরাজ ফিল্মস। এবার তাদের প্রজেক্ট পৃথ্বীরাজ। রাজা পৃথ্বীরাজ চৌহানের জীবন ও সংগ্রাম নিয়ে তৈরি হবে ছবিটি। মুখ্য ভূমিকায় রয়েছেন অক্ষয় কুমার, আজ তাঁর জন্মদিন। জন্মদিনে অক্ষয় ঘোষণা করলেন নয়া ছবির কথা।

যশরাজ ফিল্মসের এটাই প্রথম ঐতিহাসিক ছবি। টুইটারে ছবির কথা ঘোষণা করেছেন অক্ষয়, জানিয়েছেন, ২০২০-র দীপাবলীতে মুক্তি পাবে পৃথ্বীরাজ।


আজ ৫২-য় পড়লেন বলিউডের খিলাড়ি। তিনি বলেছেন, দেশের অন্যতম নির্ভীক এই রাজার চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে তিনি গর্বিত বোধ করছেন। জাতি হিসেবে আমাদের উচিত এই নায়কদের জনসমক্ষে নিয়ে আসা, তাঁদের মূল্যবোধকে অমরত্ব দেওয়া। যেভাবে তিনি এক নৃশংস অত্যাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়ান তা তাঁকে প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতের প্রকৃত নায়ক করে তোলেছে। তাই নিজের জন্মদিনে পৃথ্বীরাজের জীবনের ওপর ছবি ঘোষণা করতে পেরে তিনি গর্বিত।

পৃথ্বীরাজ পরিচালনা করছেন বিখ্যাত চাণক্য সিরিয়ালের পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী।