লিডসকে টেল এন্ডারদের নিয়ে অস্ট্রেলিয়ার মুখের গ্রাস ছিনিয়ে নিয়েছিলেন বেন স্টোকস৷ প্রায় জেতা ম্যাচে হারতে হয়েছিল অজিদের৷ ওল্ড ট্র্যাফোর্ডে আরও একবার অস্ট্রেলিয়াকে হতাশ করার উপক্রম করেছিল ইংল্যান্ডের লোয়ার অর্ডার৷ তবে শেষ রক্ষা হয়নি ইংরেজদের৷ দিনের শেষ ঘণ্টায় কাঙ্খিত জয় তুলে নেয় অস্ট্রেলিয়া৷
প্রথম ইনিংসের নিরিখে ১৯৬ রানে পিছিয়ে থাকা ইংল্যান্ডের সামনে শেষ ইনিংসে জয়ের লক্ষ্য ছিল ৩৮৩ রানের৷ চতুর্থ দিনের শেষে ২ উইকেট হারিয়ে ১৮ রান তুলেছিল তারা৷ শেষ দিনে একেবারে শেষ ঘণ্টা পর্যন্ত লড়াই চালান জশ বাটলার-জনি বেয়ারস্টোরা৷ শেষমেশ ১৩ ওভার বাকি থাকতে ইংল্যান্ড অল আউট হয়ে যায় ১৯৭ রানে৷ ১৮৫ রানে ম্যাচ জিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া৷
দ্বিতীয় ইনিংসে প্যাট কামিন্স ৪ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট জশ হ্যাজলউড ও নাথান লায়নের। একটি করে উইকেট মিচেল স্টার্ক-মার্নাশ লাবুশানের।
ম্যাচের সেরা হয়েছেন স্টিভ স্মিথ। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ৮২ রান করেন তিনি। তিনি বলেছেন, ‘২০১৩ ও ২০১৫ সালে এখানে এসে অ্যাশেজ রক্ষা করতে পারিনি। গত সপ্তাহটা ভীষণ খারাপ কেটেছে। বিশেষ অনুভূতি হচ্ছে। এই ছেলেদের নিয়ে আমি গর্বিত।’