ওল্ড ট্র্যাফোর্ড: ম্যাঞ্চেস্টারে সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে নাটকীয়ভাবে ১৮৫ রানে হারিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে অ্যাশেজ নিজেদের দখলে রাখা নিশ্চিত করে ফেললেন টিম পেইনরা। শেষ টেস্টে অস্ট্রেলিয়া হারলেও সিরিজ ড্র হবে এবং আগের অ্যাশেজে জয়ী হওয়ার সুবাদে ট্রফি থেকে যাবে পেইনদের কাছেই।
লিডসকে টেল এন্ডারদের নিয়ে অস্ট্রেলিয়ার মুখের গ্রাস ছিনিয়ে নিয়েছিলেন বেন স্টোকস৷ প্রায় জেতা ম্যাচে হারতে হয়েছিল অজিদের৷ ওল্ড ট্র্যাফোর্ডে আরও একবার অস্ট্রেলিয়াকে হতাশ করার উপক্রম করেছিল ইংল্যান্ডের লোয়ার অর্ডার৷ তবে শেষ রক্ষা হয়নি ইংরেজদের৷ দিনের শেষ ঘণ্টায় কাঙ্খিত জয় তুলে নেয় অস্ট্রেলিয়া৷
প্রথম ইনিংসের নিরিখে ১৯৬ রানে পিছিয়ে থাকা ইংল্যান্ডের সামনে শেষ ইনিংসে জয়ের লক্ষ্য ছিল ৩৮৩ রানের৷ চতুর্থ দিনের শেষে ২ উইকেট হারিয়ে ১৮ রান তুলেছিল তারা৷ শেষ দিনে একেবারে শেষ ঘণ্টা পর্যন্ত লড়াই চালান জশ বাটলার-জনি বেয়ারস্টোরা৷ শেষমেশ ১৩ ওভার বাকি থাকতে ইংল্যান্ড অল আউট হয়ে যায় ১৯৭ রানে৷ ১৮৫ রানে ম্যাচ জিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া৷
দ্বিতীয় ইনিংসে প্যাট কামিন্স ৪ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট জশ হ্যাজলউড ও নাথান লায়নের। একটি করে উইকেট মিচেল স্টার্ক-মার্নাশ লাবুশানের।
ম্যাচের সেরা হয়েছেন স্টিভ স্মিথ। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ৮২ রান করেন তিনি। তিনি বলেছেন, ‘২০১৩ ও ২০১৫ সালে এখানে এসে অ্যাশেজ রক্ষা করতে পারিনি। গত সপ্তাহটা ভীষণ খারাপ কেটেছে। বিশেষ অনুভূতি হচ্ছে। এই ছেলেদের নিয়ে আমি গর্বিত।’
ওল্ড ট্র্যাফোর্ডে নাটকীয় জয় অস্ট্রেলিয়ার, ইংল্যান্ডকে ১৮৫ রানে হারিয়ে অ্যাশেজ নিজেদের দখলেই রাখলেন স্মিথরা
Web Desk, ABP Ananda
Updated at:
09 Sep 2019 12:25 AM (IST)
ম্যাচের সেরা হয়েছেন স্টিভ স্মিথ
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -