শাশুড়ি ডিম্পল কাপাডিয়াও বেড়াতে গিয়েছিলেন মেয়ে-জামাইয়ের সঙ্গে। ইতালির রাজপথে ঘুরতে ঘুরতে আচমকাই এক ব্যক্তিকে দেখা যায় ডিম্পলের ছবি 'ববি'-র গানের সুর বাজাচ্ছেন। সেই সুর শুনে নিজেকে আর ধরে রাখতে পারেননি প্রবীণ অভিনেত্রী। রাজপথেই নিজের ছবির গান শুনে নাচতে শুরু করেন ডিম্পল। সেইমুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখেন অক্ষয়। অভিনেতা জামাই নিজের ইন্সটাগ্রাম পেজে সেটা সকলের সঙ্গে শেয়ারও করেছেন।