মুম্বই: মুক্তির অপেক্ষায় অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত 'সরফিরা' (Sarfira)। তার আগে শুক্রবার ছবির নির্মাতাদের তরফে একটি 'বিহাইন্ড-দ্য-সিনস' (Behind The Scenes) ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বলিউডের 'খিলাড়ি' এক বৃদ্ধার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন যিনি প্রথমবার প্লেনে চড়ছেন। এই ভিডিও নজর কেড়েছে, সোশ্যাল মিডিয়ায় যা ভাইরাল।
'সরফিরা'র সেটের ভিডিও পোস্ট, অক্ষয় কুমারের কাজে মুগ্ধ অনুরাগীরা
'সরফিরা' মুক্তির আগে নির্মাতাদের তরফে ছবির সেটের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক বৃদ্ধা, জীবনে প্রথমবার প্লেনে চড়তে চলেছেন, তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন অভিনেতা। যা দেখে নেটিজেনদের হৃদয় বিগলিত। সেখানে দেখা যাচ্ছে, বৃদ্ধার থেকে তাঁর ভারী ব্যাগ নিজের কাঁধে তুললেন অভিনেতা, এরপর তাঁকে দৃশ্যে অভিনয়ের সময়েও সাহায্যের কথা বলেন।
শুধু তাই নয়, ভিডিওয় দেখা যাচ্ছে বৃদ্ধার সঙ্গে সাবলীলভাবে মারাঠি ভাষায় কথা বলছেন অক্ষয়, যাঁর ফলে উষ্ণ এক মুহূর্তের সৃষ্টি হয়েছে। এমন ব্যবহারে বৃদ্ধারও মন গলেছে স্বাভাবিকভাবেই, প্রাণ ভরে আশীর্বাদ করেন তিনি অভিনেতাকে। পর্দার পিছনেও যে অক্ষয়ের দরাজ মন, তারই পরিচয় এই ভিডিও।
'সরফিরা' ছবিটি এয়ার ডেকান ফাউন্ডার জি আর গোপীনাথের জীবনী দ্বারা অনুপ্রাণিত। যিনি ভারতে সাধারণ মানুষের আকাশপথে যাতায়াত অনেক সহজ করে দেন, বিমানযাত্রার খরচ কমিয়ে। যা কোনও অংশেই বিপ্লবের থেকে কম নয়। অক্ষয় কুমারকে এই ছবিতে বীর জগন্নাথ মাত্রের চরিত্রে দেখা যাবে যিনি মহারাষ্ট্রের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষকের পুত্র। যিনি বিমান ভ্রমণকে গণতান্ত্রিক করার, আর্থ-সামাজিক বাধাকে চ্যালেঞ্জ করে এবং আধুনিক ভারতের উদ্যোক্তা উত্থানের চেতনাকে মূর্ত করার জন্য একটি লক্ষ্যে পৌঁছনোর যাত্রা শুরু করেন। ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে দেখা মিলবে রাধিকা মদনের।
আরও পড়ুন: Dilwale Dulhania Le Jayenge: শাহরুখ নন, জানেন কি DDLJ-এর মুখ্য চরিত্রের জন্য ভাবা হয়েছিল টম ক্রুজকে?
'সরফিরা' কেবল এক অনুপ্রেরণামূলক গল্প বলে তাইই নয়, এই ছবির গল্পে মিলবে ছোট শহরের সাধারণ মানুষের জীবনের সত্য ঘটনা, যাঁদের এই ছবি তৈরির সময় জীবনের প্রথম বিমানযাত্রা অভিজ্ঞতা হয়। সম্প্রতি ছবির একটি নতুন গান 'ছাওয়াট' মুক্তি পেয়েছে, যেখানে মারাঠী রীতি মেনে বিয়ের অনুষ্ঠান দেখানো হয়েছে।
সুধা ও শালিনী ঊষাদেবীর লেখা, পূজা তোলানির সংলাপ, জিভি প্রকাশ কুমারের সঙ্গীত, 'সরফিরা'র প্রযোজনা করবে 'কেপ অফ গুড ফিল্মস', '২ডি এন্টারটেনমেন্ট' ও 'Abundantia Entertainment'। এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১২ জুলাই।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।