নয়াদিল্লি: ১৯৯৫ সালে মুক্তি পায় 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে' (Dilwale Dulhania Le Jayenge)। শাহরুখ খান (Shah Rukh Khan) ও কাজল (Kajol) অভিনীত যে ছবি ধীরে ধীরে কাল্ট সিনেমায় পরিণত হয়। যে ছবি ভারতীয় সিনেমার গঠনকে নতুন রূপ দেয়। পর্দায় শাহরুখ-কাজলের রসায়ন থেকে শুরু করে, ছবির গান, সংলাপ, সবকিছুতেই নিজের সময়ের থেকে অনেকটাই এগিয়ে ছিল DDLJ। আর সেই কারণেই হয়তো দর্শক এখনও এই ছবি প্রেক্ষাগৃহে দেখতে গিয়ে বিরক্ত বোধ করেন না। এখনও তাঁরা আবারও প্রেমে পড়েন রাজ ও সিমরণের। কিন্তু এই সিনেমা সম্পর্কে একটি মজার তথ্য জানেন কি? এই ছবির নায়ক হিসেবে প্রথমে কাকে কল্পনা করা হয়েছিল জানেন?


শাহরুখ খান নন, 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে' ছবির জন্য প্রথম পছন্দ ছিলেন টম ক্রুজ...


হিন্দি ছবির ইতিহাস 'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে' ছাড়া অসম্পূর্ণ। কালজয়ী এই ছবি প্রথমে হলিউড তারকা টম ক্রুজকে (Tom Cruise) নিয়ে পরিকল্পনা করা হয়েছিল, জানেন কি? হ্যাঁ, ঠিকই পড়ছেন। বলিউড ছবিতে হলিউড তারকা? এখন শুনে চোখ কপালে উঠলেও তখন এমনই ভাবনা ছিল আদিত্য চোপড়ার। তিনি চেয়েছিলেন বিদেশি তারকাকে নিয়েই এই ছবি করবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত নিজের ইচ্ছা দমন করতে হয় তাঁকে। কেন? কারণ তাঁর বাবা, তারকা পরিচালক যশ চোপড়া বাধ সাধেন। তিনি ছেলেকে উপদেশ দেন, যে ছবির গল্পের আরও ঘষা-মাজা প্রয়োজন, যার ফলস্বরূপ মুখ্য চরিত্রে দেখা যায় শাহরুখ খান ও কাজলকে। 


'দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে: দ্য মেকিং অফ এ ব্লকবাস্টার' বইতে, লেখিকা ও ফিল্ম সমালোচক অনুপমা চোপড়া উল্লেখ করেন যে আদিত্য চোপড়া চেয়েছিলেন এই ছবি এক মার্কিনি ছেলে ও ভারতীয় মেয়ের প্রেম কাহিনি হোক। ছবিতে তিনি দুই ভিন্ন সংস্কৃতির মিলন ঘটাতে চেয়েছিলেন। সেই ভাবনায় তাঁর ছবির মুখ্য অভিনেতা হিসেবে ভেবেছিলেন টম ক্রুজের কথা। যদিও পরে যশ চোপড়ার মধ্যস্থতায় হালকা বদল ঘটে গল্পে এবং শাহরুখকে মুখ্য ভূমিকায় কাস্ট করা হয়। বাকিটা ইতিহাস...!


আরও পড়ুন: Smriti Biswas Passes Away: এক কামরার ভাড়াবাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ শতায়ু অভিনেত্রীর, চলে গেলেন স্মৃতি বিশ্বাস


এই বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী কাজলও। বিনোদন সংবাদ মাধ্যম মিডডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে কাজল জানিয়েছিলেন যে পরিচালক প্রথমে টম ক্রুজকে চেয়েছিলেন, তাঁর উইশলিস্টে এমনই ছিল। তিনি বলেন, 'প্রত্যেক পরিচালকের জীবনে একটা ইচ্ছার তালিকা থাকে যেখানে কোন কোন অভিনেতার সঙ্গে কাজ করতে চাও তাঁদের নাম থাকে এবং তারপর তাঁরা পৃথিবীতে ফিরে আসেন, 'আচ্ছা ঠিক আছে আমাদের দেশের হিরোকে নিয়ে নিই'।' আর তিনি চাননি টম ক্রুজের সঙ্গে পর্দায় রোম্যান্স করতে? প্রশ্ন করতেই সেই সম্ভাবনা ফুৎকারে উড়িয়ে কাজল জানান হিরো টম ক্রুজ হলে বিপরীতে মেগ রায়ানকেই মানায়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।