নয়াদিল্লি: অভিনয়ের শীর্ষে থাকা সত্বেও বিতর্ক পিছু ছাড়েনি তাঁর। কানাডার নাগরিকত্ব নিয়ে কমবার কটাক্ষ শুনতে হয়নি অক্ষয়কুমারকে। অবশেষে দেশের স্বাধীনতা দিবসে সুখবর দিয়ে ট্যুইট বলিউডের এই সুপারস্টারের। অক্ষয় কুমার এখন ভারতীয় নাগরিক। আজ্ঞে হ্যাঁ, তিনি এদিন ট্যুইটারে তাঁর অফিসিয়াল সরকারি নথির একটি ছবি শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, 'দিল অর সিটিজেনশিপ , দোনো হিন্দুস্তানি। হ্যাপি ইন্ডিপেনডেন্স ডে। জয় হিন্দ !'


কিন্তু কেন কানাডার নাগরিকত্ব দরকার ছিল অক্ষয়ের ?


প্রসঙ্গত, ক্যারিয়ারে ওঠানামার ঘটনা সবারই লেগে থাকে। বলিউডের প্রথম সারির অভিনেতা হয়েও সেই অভিশাপ থেকে মুক্তি পাননি খোদ অক্ষয়কুমারও। জীবনে নতুন করে ঘুরে দাঁড়াতেই নাকি তিনি কানাডার নাগরিকত্ব জোগাড় করেছিলেন। কিন্তু খারাপ সময় একঢালা কারওই থাকে না। সেটা অক্ষয়ের ক্ষেত্রেও সত্য। স্বাভাবিকভাবে ৯০ সালে যে গ্রাফটা গিয়েছে, ২০০০ সালে সেই গ্রাফটাই তির্যক। যদিও কানাডা নাগরিকত্ব ইস্যুতে বিতর্ক পিছু ছাড়েনি অক্ষয়ের। যদিও সম্প্রতি এনিয়ে জানিয়েছিলেন খুব শীঘ্রই তিনি ভারতীয় নাগরিকত্ব পেতে চলেছেন। এবার সেই ঘোষণাই সত্যি হল। ৭৭ তম স্বাধীনতা দিবসের দিন একরাশ ভাললাগা নিয়ে সুখবর দিলেন তিনি। 






হইহই করে এগোচ্ছে অক্ষয়ের ছবি 


প্রসঙ্গত, ১১ অগাস্ট ২০২৩ সালে মুক্তি পেয়েছে 'ওহ মাই গড ২'। প্রথম ছবির ১১ বছর পর দ্বিতীয় ভাগ নিয়ে ফিরছেন অক্ষয়। 'ওহ মাই গড ২' ছবির ঘোষণার সময় থেকেই  উত্তেজনা তৈরি হয়েছিল। আগের ছবিতে ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। অমিত রাই পরিচালিত এই ছবিতে অক্ষয় কুমার এবার শিবের অবতার। 


আরও পড়ুন, দেশ স্বাধীনের দিনেই জন্ম তাঁর, নিজের স্বাধীনতা নিয়েও আপোস করেননি রাখি গুলজার


লড়াই জারি


অপরদিকে, সানি দেওল ও আমিশা পটেল অভিনীত 'গদর ২: দ্য কথা কন্টিনিউজ'-এর সঙ্গেও লড়াই জারি এই ছবির। বিশেষজ্ঞদের মতে এই লড়াই দেখার মতো । ২০০১ সালের সফল ছবি 'গদর: এক প্রেম কথা'র দ্বিতীয় সংস্করণ এটি। ২০২১ সালে 'ওহ মাই গড ২' ছবির কথা ঘোষণা করেন অক্ষয়, প্রকাশ্যে আসে প্রথম লুক। কিন্তু করোনা অতিমারীর জন্য ছবির কাজ ও মুক্তি পিছিয়ে যায়। এই ছবিতে রয়েছেন অক্ষয় কুমারের সঙ্গে ইয়ামি গৌতম, পঙ্কজ ত্রিপাঠী, অরুণ গোভিল, আমির নায়েক। ছবির পরিচালক অমিত রাই (Amit Rai)।