মুম্বই: চলতি বছরে বিশ্বের একশো জন সর্বাধিক রোজগেরে সেলেবদের একটি তালিকা তৈরি করেছে ফোর্বস । তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে স্থান পেয়েছেন বলিউড স্টার অক্ষয় কুমার। গেল বছরও এমনটাই হয়েছিল। তবে এ বছরে অক্ষয়ের ক্রমপর্যায় খানিক নেমেছে । গতবার অক্ষয় ৬৫ মিলিয়ন ডলার রোজগার করে ছিলেন ৩৩ নম্বর স্থানে। আর এ বছর তিনি ৫২ নম্বরে। রোজগার ৪৮.৫ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৩৬২ কোটি টাকা। তবে উল্লেখযোগ্য বিষয় ৫২ বছর বয়সি অক্ষয় পিছনে ফেলে দিয়েছেন হলিউডের তারকা উইল স্মিথকে, যিনি ৪৪.৫ মিলিয়ন ডলার রোজগার করে ৬৯ নম্বরে রয়েছেন। অক্ষয়ের পিছনে আছেন অ্যাঞ্জেলিনা জোলিও, যিনি ৩৫.৫ মিলিয়ন ডলার রোজগার করে রয়েছেন ৯৯ নম্বরে। এ ছাড়াও অক্ষয় পিছনে ফেলে দিয়েছেন বেশ কয়েকজন পপস্টারকে। এর মধ্যে রয়েছেন জেনিফার লোপেজ (৫৬-তম), রেহানা (৬০-তম), কেটি পেরি (৮৬-তম) ও লেডি গাগা (৮৭-তম)।
ফোর্বস-এর ২০২০ সালের তালিকার শীর্ষে আছেন কুস্তি থেকে অভিনয়ে আসা ডয়েন জনসন। তাঁর রোজগার ৮৭.৫ মিলিয়ন ডলার। খেলোয়াড়দের মধ্যে টেনিস তারকা রজার ফেডেরার, ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসিও ঠাঁই পেয়েছেন তালিকার উপরের দিকে।
২০১৮ সালের তুলনায় ফোর্বস-এর ২০১৯ সালের তালিকায় অক্ষয় অনেকটাই উপরে উঠে এসেছিলেন । সেবার তিনি ৭৬ তিনি ছিলেন ৪০.৫ মিলিয়ন ডলার রোজগার করে। ২০১৮ সালের সেই তালিকায় সলমন খান ছিলেন ৮২ নম্বরে। তার আগের বছরে শাহরুখ খান সলমন ও অক্ষয়— দু'জনেরই উপরে ছিলেন।
‘বলিউডের সর্বাধিক উপার্জনকারী' হিসেবে অক্ষয় কুমারকে উল্লেখ করেছে ফোর্বস। করোনা ত্রাণকার্যে অক্ষয় যে ৪.৫ মিলিয়ন ডলার দান করেছেন, সে কথাও বলা হয়েছে।আবার আমাজন প্রাইমে অক্ষয়ের আগামী ওয়েব সিরিজ ‘দ্য এন্ড' এবং ছবি ‘বচ্চন পান্ডে' ও ‘বেল বটম'-এর কথাও তুলে ধরা হয়েছে।২০১৯ সালে ‘মিসন মঙ্গল' ও ‘হাউসফুল ৪'-এর মতো সুপারহিট ছবি উপহার দিয়েছিলেন অক্ষয়।