মুম্বই: কোনও না কোনও বিষয় নিয়ে সারাক্ষণই চর্চায় থাকেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। কখনও তাঁর ছবিকে কেন্দ্র করে কিংবা অন্য কোনও কারণে। মাত্র কয়েকদিন আগেই মাধবনের 'ভালো ছবি তৈরি করতে সময় লাগে' বক্তব্যে নিজের মতামত দেন। একপ্রকার মাধবনের সঙ্গে সরাসরি ঝামেলাতেই জড়িয়ে পড়েন তিনি। এবার তাঁকে প্রশ্ন করা হল, কবে তিনি রাজনীতিতে (Politics) যোগ দেবেন। আর সেই প্রশ্নের খোলাখুলি উত্তর দিলেন অভিনেতা।
কবে রাজনীতিতে যোগ দেবেন অক্ষয় কুমার?
বেশ কিছু বছর ধরে অক্ষয় কুমার যে ধরনের ছবি তৈরি করছেন, তা কিছুটা যেন সরকারি প্রকল্প নির্ভর। কখনও তাঁকে দেখা যাচ্ছে 'প্যাডম্যান' রূপে। কখনও আবার 'টয়লেট' তৈরির উপর জোর দিচ্ছেন ছবির মাধ্যমে। বহু সময়ই তাঁর এই ধরনের ছবি তৈরিকে কেন্দ্র করে হয়েছে প্রচুর জল্পনা। তাঁর রাজনীতিতে যোগ দেওয়া নিয়েও নানাসময়ে নানা গুঞ্জন শোনা যায়। এবার অভিনেতা সরাসরি জানিয়েই দিলেন যে, তিনি কবে রাজনীতিতে যোগ দেবেন।
আরও পড়ুন - Urfi Javed: মারা গিয়েছেন উরফি জাভেদ?
সম্প্রতি এক বই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষয় কুমার। সেখানেই তাঁকে জিজ্ঞাসা করা হয় যে, তিনি সক্রিয় রাজনীতিতে কবে আসছেন। অথবা কবে রাজনীতিতে যোগ দিচ্ছেন। অভিনেতা সেই প্রশ্নের সরাসরি উত্তরে জানিয়ে দেন যে, এখন তো নয়ই, অদূর ভবিষ্যতেও কখনও রাজনীতিতে আসার তাঁর কোনও ইচ্ছা নেই। বরং তিনি ছবি তৈরিতেই খুশি রয়েছেন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, অক্ষয় কুমার বলেন, 'আমি ছবি তৈরি করা নিয়েই খুশিতে আছি। একজন অভিনেতা হিসেবে সামাজিক যেকোনও কিছু নিয়ে বার্তা দেওয়ার জন্য আমি সবসময় প্রস্তুত থাকি। প্রায় ১৫০টা ছবি আমি প্রযোজনা করে ফেলেছি। সামনেই মুক্তি পাবে 'রক্ষা বন্ধন'। এই ছবিটাও আমার মনের অত্যন্ত কাছের। সামাজিক নানা সমস্যা নিয়ে অনেক বাণিজ্যিক ছবি আমি প্রযোজনা করেছি। বছরে ৩ থেকে ৪টে ছবি আমি প্রযোজনা করি।'
প্রসঙ্গত, এই প্রথমবার নয় যে অক্ষয় কুমার রাজনীতিতে যোগ দেওয়ার কথায় সরাসরি না বললেন। এর আগে ২০১৯ সালে তাঁর রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে নানা গুঞ্জন রটে। সেই সময়ই স্পষ্ট করে তিনি জানিয়ে দেন যে, তিনি কখনও রাজনীতিতে যোগ দেবেন না। বরং, বার্তা দেন যে, ছবির মাধ্যমে দেশের যদি তিনি কিছু উন্নতি করতে পারেন, তাতেই সবথেকে বেশি খুশি থাকবেন।