কলকাতা: সামনেই মুক্তি পাবে তাঁদের ইতিহাসভিত্তিক ছবি ‘কেসরি অধ্যায় ২: দ্য আনটোল্ড স্টোরি অফ জালিয়ানওয়ালাবাগ’।  আর তা নিয়ে উত্তেজনার পারদ ইতিমধ্যেই চড়ছে দর্শকদের। সোমবার অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar), আর মাধবন (Madhaban) এবং অনন্যা পাণ্ডে (Ananya Pandya) অমৃতসরের স্বর্ণমন্দিরে গিয়ে ছবির প্রচারের কাজ পুজো দিয়ে শুরু করলেন। শহর জুড়ে প্রচার শুরু করার আগে ছবির ত্রয়ী প্রখ্যাত শিখ মন্দিরে শ্রদ্ধা নিবেদন করেন। সাদামাটা ও ঐতিহ্যবাহী পোশাকে সেজে অভিনেতারা এদিন মন্দিরে প্রার্থনা করেন। অক্ষয় কুমার ধূসর রঙের শার্ট ও তার সঙ্গে রঙ মিলিয়ে প্যান্ট পরেছিলেন। অনন্যা পাণ্ডে গোলাপী ও সাদা রঙের সালোয়ার কামিজে পরেছিলেন এদিন। মাধবন সাবেক সাদা পাঞ্জাবি পরেছিলেন।

অনন্যা পাণ্ডে, অক্ষয় কুমার ও মাধবন স্বর্ণমন্দির থেকে শেয়ার করলেন ছবি

অনন্যা পাণ্ডে তাঁদের সফরের একটি সুন্দর ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন, যেখানে তিনি অক্ষয় ও মাধবনের সঙ্গে রয়েছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, “ওয়াহে গুরু জি কা খালসা ওয়াহে গুরু জি কি ফতেহ  #কেসরিঅধ্যায়২।” অক্ষয়ও মন্দির থেকে একটি মুহূর্তের ছবি পোস্ট করে লিখেছেন, “সর ঝুকায়া, সুকুন পায়া (আমি মাথা নত করে শান্তি পেয়েছি)।”

মাধবন অভিনেতা হিসেবে ২৫ বছর পূর্ণ করলেন

আর মাধবন এই উপলক্ষ্যে একটি গভীর ব্যক্তিগত বার্তা দিয়েছেন। স্বর্ণমন্দিরের একটি ছবি শেয়ার করে তিনি তার ২৫ বছরের সফর ফিরে দেখলেন। মাধবন লিখছেন,  “একজন চলচ্চিত্র অভিনেতা হিসেবে ২৫ টি গৌরবময়, অসাধারণ, ফলপ্রসূ এবং আশীর্বাদপূর্ণ বছর… আমার স্বপ্নের চেয়েও বেশি এই সফর… ১৪ এপ্রিল আমার জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন। কারণ এই দিন আমার ছবি ALAIPAYUTHEY মুক্তি পেয়েছিল। আপনাদের সমস্ত ভালবাসা আর আশীর্বাদের জন্য আমি নতশীর। আমায় পথ দেখানোর জন্য অনেক ধন্যবাদ।' দিনের শুরুতে, এই ছবির অভিনেতা অভিনেত্রীদের মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল। একটি পাপারাৎজির ভিডিওতে দেখা গেছে অক্ষয় ও মাধবন বিমানবন্দরের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ভদ্রভাবে কথা বলেছেন এবং পরে ছবি তোলার জন্য সরে দাঁড়িয়েছেন। তাদের আচরণ সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হয়েছে।

কেসরি অধ্যায় ২ সম্পর্কে

‘কেসরি অধ্যায় ২’ ‘দ্য কেস দ্যাট শুক দ্য এম্পায়ার’ বইয়ের উপর ভিত্তি করে তৈরি, যা ১৯২৪ সালের আদালতের মামলার কথা বলে, যা মাইকেল ও’ডায়ারের হত্যার পর ঘটেছিল—পঞ্জাবের সাবেক লেফটেন্যান্ট গভর্নর এবং ১৯১৯ সালের ১৩ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পেছনে আসল ব্যক্তি ছিলেন। ছবিটি ১৮ই এপ্রিল মুক্তি পাবে।