ভাইরাল ভিডিও: আলোকচিত্রীদের দেখে ছুটতে শুরু করলেন অক্ষয় কুমার!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Jan 2020 08:45 PM (IST)
শুটিং শেষ করে বেরোচ্ছিলেন অক্ষয় কুমার। তখনই তাঁর দিকে ক্যামেরা তাক করেন আলোকচিত্রীরা। অক্ষয়ের রাস্তা থেকে সকলকে সরে যেতে বলছিলেন নিরাপত্তারক্ষীরা। তারপর...
মুম্বই: সোশ্যাল মিডিয়ায় অক্ষয় কুমারের জনপ্রিয়তা চোখে পড়ার মতো। তাঁর কোনও ভিডিও আপলোড হলেই দর্শক সংখ্যা কয়েক হাজার পেরোয় মুহূর্তে। আজ অক্ষয়ের ছবি তুলছিলেন এক আলোকচিত্রী। হঠাৎই ছুটতে শুরু করেন তিনি। কেন? তা জানার আগে দেখুন এই ভিডিওটি। আলোকচিত্রীদের সঙ্গে অক্ষয়কে বেশিরভাগ সময়ই দারুণ মুডে পাওয়া যায়। মাঝে মাঝে তাঁদের সঙ্গে নানারকম মজাও করে থাকেন অক্ষয়। এবারও আলোকচিত্রীদের সঙ্গে মজা করতে দেখা গেল খিলাড়ি কুমারকে। শুটিং শেষ করে বেরোচ্ছিলেন অক্ষয় কুমার। তখনই তাঁর দিকে ক্যামেরা তাক করেন আলোকচিত্রীরা। অক্ষয়ের রাস্তা থেকে সকলকে সরে যেতে বলছিলেন নিরাপত্তারক্ষীরা। তখনই হঠাৎ অক্ষয় ছুটতে শুরু করেন। অক্ষয়ের মজা করার এই ভিডিও হু হু করে কুড়িয়ে নেয় ‘লাইক’! ভিডিওটি শেয়ারও করেছেন অনেকে।