মুম্বই: করোনা পরিস্থিতির জন্য গত বছর একাধিক বলিউড ছবির মুক্তি আটকে ছিল। পরবর্তীকালে ফের মুক্তির দিন ঘোষণা হলেও, করোনার তৃতীয় ঢেউ আসার ফলে ফের বহু ছবির মুক্তি স্থগিত হয়ে যায়। করোনার তৃতীয় ঢেউ আসার ফলে দেশের বিভিন্ন প্রান্তে সিনেমা হল সম্পূর্ণ বন্ধ রাখার কিংবা ৫০ শতাংশ দর্শকের অনুমতি নিয়ে খোলা রাখার কথা জানা যায়। আর সেই কারণেই 'জার্সি', 'ট্রিপল আর', 'রাধে শ্যাম'-এর মতো বহু প্রতীক্ষিত ছবির মুক্তি স্থগিত হয়ে যায়। মুক্তি স্থগিত হয়ে যায় অক্ষয় কুমার (Akshay Kumar) ও মানুষী চিল্লার (Manushi Chillar) অভিনীত 'পৃথ্বীরাজ' (Prithviraj) ছবিরও। একে একে ফের যখন নির্মাতারা তাঁদের ছবির নতুন মুক্তির দিন ঘোষণা করছে, তখন অক্ষয় কুমারও তাঁর ছবি 'পৃথ্বীরাজ'-এর নতুন মুক্তির দিন ঘোষণা করলেন।
এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে বলিউড অভিনেতা অক্ষয় কুমার তাঁর বহু প্রতীক্ষিত ছবি 'পৃথ্বীরাজ'-এর নতুন মুক্তির দিন ঘোষণা করে লেখেন, 'আগামী ৩রী জুন বড় পর্দায় হিন্দি, তালিম ও তেলুগু ভাষায় মুক্তি পেতে চলেছে 'পৃথ্বীরাজ'। প্রেক্ষাগৃহে দেখা হচ্ছে শীঘ্রই।' এই ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড খেতাবজয়ী মানুষী চিল্লারয তিনিও নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এই ছবির মুক্তির দিন ঘোষণা করেছেন। এর আগে এই ছবির মুক্তির দিন নির্ধারিত হয় ১০ জুন। কিন্তু পরে তা স্থগিত হয়ে যায়। নতুন মুক্তির দিন হিসেবে ৩রা জুন ঘোষণা হল। এই ছবিতে অক্ষয় কুমার, মানুষী চিল্লার ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, সোনু সুদ প্রমুখ অভিনেতারা।
প্রসঙ্গত, এক সাক্ষাতকারে মানুষী চিল্লার (Manushi Chillar) বলেন, 'অবশেষে আমরা জানতে পেরেছি যে কবে সিনেমা হলে 'পৃথ্বীরাজ' মুক্তি পাবে। খুবই উত্তেজিত আমরা সকলে। আমি খুবই ভাগ্যবান যে কেরিয়ারের প্রথম ছবিতেই এমন সুযোগ পেয়েছি। আশা করছি আমি এই সুযোগের প্রতি যথার্থ সুবিচার করতে পেরেছি। বাকিটা তো দর্শক জানাবেন। রাজকুমারী সংযুক্তার চরিত্রে অভিনয় করার জন্য আমি খুবই পরিশ্রম করেছি। এমন চরিত্রে অভিনয় করার জন্য আমার উপর অনেক বড় দায়িত্ব ছিল। এটা ভেবেই রোমাঞ্চ অনুভব করছি যে, এই ছবিতে আমার লুক দেখে দর্শক উত্তেজনা প্রকাশ করেছেন। আশা করছি আমার অভিনয়ও দর্শকের ভালো লাগবে। আর সেটাই হবে আমার সবথেকে বড় পরীক্ষা।