কলকাতা: বাড়ি কেনা ও বেচা বলিউডে নতুন কিছু নয়। হামেশাই নিজেদের বাড়ি বা ফ্ল্যাট বদল করেন তারকারা। অনেকে আবার বাংলো ও কিনে রাখেন। অনেকেই অ্যাপার্টমেন্ট কিনে রেখে, প্রথমে সেখানে বাস করে তারপরে সেই অ্যাপার্টমেন্ট চড়া দামে বিক্রি করে দেন। সেই তালিকায় রয়েছেন দীপিকা পাডুকোন (Deepika Padukone) থেকে শুরু করে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও। এবার সেই তালিকায় নাম লেখালেন অক্ষয় কুমার (Akshay Kumar)। 

২০১৭ সালে মুম্বইয়ে একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন অক্ষয়। সেই অ্যাপার্টমেন্টটি ছিল ১০৮০ স্কোয়্যার ফুটের। সেই সময়ে অ্যাপার্টমেন্টটির দাম পড়েছিল ২.৮২ কোটি। বর্তমানে এই অ্যাপার্টমেন্টটিই বিক্রি করে দিয়েছেন অক্ষয় কুমার। দাম পেয়েছেন ৫.৩৫ কোটি। এছাড়াও ২৫২ স্কোয়্যারফুটের একটি ইউনিট কিনেছিলেন অক্ষয়। সেই সময়ে ইউনিটটির দাম ছিল ৬৭.১৯ লাখ টাকা। বর্তমানে সেই ইউনিটটি ১.২৫ কোটি টাকায় বিক্রি করেছেন অক্ষয়। অর্থাৎ এই দুটি জায়গা বিক্রি করেই প্রচুর লাভ করেছেন তিনি।

সম্প্রতি অক্ষয় কুমারকে নিয়ে পৃথ্বীরাজ সুকুমারণ বলেছিলেন, অক্ষয় কুমার কখনও কোনও সেলফি তোলার জন্য পয়সা নেন না। তাঁর কথায়, 'আমি অক্ষয় কুমারের একটি ছবি প্রযোজনা করেছিলাম। কিন্তু সেই সময়ে উনি ছবিটি করার জন্য একটা পয়সাও নেননি। তিনি বলেছিলেন, যদি ছবিটি আদৌ উপার্জন করে, তখন তিনি নিজের পয়সাটা নেবেন। আর যদি ছবিটি ভালভাবে না চলে, উপার্জন না করে, তাহলে তিনি কোনও অর্থই নেবেন না।।'

সম্প্রতি একটি সংবাদমাধ্যমের শো-তে এসেছিলেন অজয় দেবগণ ও অক্ষয় কুমার। সেখানেই তাঁরা বলেন, এখন ইন্ডাস্টির অনেকেই প্রফিট শেয়ারিং এগ্রিমেন্টের দিকে ঝুঁকেছেন। কী এই প্রফিট শেয়ারিং এগ্রিমেন্ট? এই এগ্রিমেন্টে বলা হয় যদি ছবি সাফল্য পায়, লাভের মুখ দেখে তাহলে সেই লাভের থেকে এক ভাগ নেবেন অভিনেতা। তবে যদি ছবি সাফল্য়ের মুখ না দেখে তাহলে অভিনেতা কিছুই পাবেন না। এই ধরণের এগ্রিমেন্টে প্রযোজকের চিন্তা কম থাকে। আর সেই কারণেই বর্তমানে বলিউডের অনেকেই ঝুঁকছে এই এগ্রিমেন্টের দিকে। 

সদ্যই, একটি ছবি নিয়ে কটাক্ষের শিকার হয়েছিলেন অক্ষয় কুমার। আর সেই কটাক্ষ করেছিলেন খোদ জয়া বচ্চন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জয়া বচ্চন বলেন, 'কেবল ছবির নাম হিসেবেই দেখা যাক। এটা কোন ছবির নাম নাকি.. 'টয়লেট-এক প্রেম কথা'! এই নামের ছবি তো আমি কোনোদিন নিজে গিয়ে দেখব ও না। দর্শক কি আদৌ এই ধরনের নামের কোনও ছবি দেখতে চাইবেন? অনেকজন মানুষের মধ্যে হয়তো জনাচারেক লোক এই ছবিটা গিয়ে দেখতে চাইবেন। ছবিটি তো একেবারে ফ্লপ!' অথচ বক্সঅফিসে এই ছবিটি যখন মুক্তি পেয়েছিল, তখন বেশ ভালই ব্যবসা করেছিল। জয়া বচ্চনের এই কথার কোনও উত্তর দেওয়া হয়নি অক্ষয়ের টিমের তরফ থেকে। অভিনেতা নিজেও এই বিষয়টি নিয়ে কিছু বলেননি। তবে নেটিজেনদের একাংশের মোটেই মনে ধরেনি জয়া বচ্চনের এই মতামত। জয়া বচ্চনকে পাল্টা উত্তর দিয়েছেন এই ছবির সহ প্রযোজক প্রেরণা অরোরা।