নয়াদিল্লি: বলিউড তারকা অক্ষয় কুমার (Akshay Kumar) বৃহস্পতিবার প্রকাশ করলেন তাঁর আগামী ছবি 'রাম সেতু'র (‘Ram Setu’) প্রথম লুক (first glimpse)। বহু প্রতীক্ষিত এই ছবি মুক্তি পেতে চলেছে দীপাবলিতে। ইনস্টাগ্রাম হ্যান্ডলে ৫৪ বছরের অভিনেতা একটি পোস্ট শেয়ার করেন। সেখানের তাঁর সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজ, সত্য দেবকে (Jacqueline Fernandez, Satyadev) দেখা যাচ্ছে। 


'রাম সেতু'র প্রথম লুক প্রকাশ্যে


মুক্তি পেল ছবির প্রথম লুক। ছবি পোস্ট করে অভিনেতা ক্যাপশনে লেখেন, 'রাম সেতুর দুনিয়ার এক ঝলক। প্রেক্ষাগৃহে ২০২২ সালের দীপাবলিতে।'


ছবিতে, অক্ষয়কে 'সল্ট অ্যান্ড পেপার' লুকে দেখা যেতে চলেছে। তাঁর হাতে একটি জ্বলন্ত মশাল ধরা রয়েছে, সঙ্গে জ্যাকলিন এবং সত্য দেবকে পাশে দাঁড়িয়ে একই দিকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে। রহস্যময় এক পরিবেশ তৈরি হয়েছে প্রথম ঝলকেই। 


 






অ্যাকশন অ্যাডভেঞ্চার ঘরানার এই ছবি তৈরি হয়েছে প্রত্নতত্ত্ববিদকে কেন্দ্র করে। এই প্রত্নতত্ত্ববিদ সময়ের বিপরীতে চলে 'রাম সেতু'র আসল অস্তিত্ব প্রমাণ করার উদ্দেশ্যে। এটি এমন একটি গল্পকে আলোকিত করবে যা ভারতীয় সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের গভীরে প্রোথিত।


অক্ষয় কুমারের সঙ্গে এই ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজ, সত্য দেব ও নুসরত ভারুচাকে দেখা যাবে। ছবির পরিচালনার দায়িত্বে অভিষেক বর্মা। প্রেক্ষাগৃহে মুক্তির পর অ্যামাজন প্রাইম ভিডিওয়ে দেখা যাবে ছবিটি।