Bollywood News: কথাকলি নাচের বেশে নিখুঁত রূপটান, এই বলি অভিনেতাকে চিনতে পারছেন?

Entertainment News: সোশ্যাল মিডিয়ায় অক্ষয় কুমার এই ছবি শেয়ার করে লিখেছেন, 'এটা কেবলমাত্র একটা কস্টিউম নয়, এটা একটা প্রতীক। একটা সংস্কৃতি, আমাদের জাতির একটা সত্যি'

Continues below advertisement

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় হঠাৎ এই ছবি দেখে চমকে উঠেছিলেন অনেকেই। প্রোফাইলের নাম না দেখলে বোঝাই যায় না, এটি একজন বলিউড অভিনেতা। একেবারে 'কথাকলি'-র বেশ, মাথায় কথাকলির টোপর, মুখে সবুজ রূপটান.. সব মিলিয়ে এই অভিনেতাকে একেবারে চেনাই যায় না। 'কেশরি ২' (Keshari 2) -এর লুক প্রকাশ্যে এনেই চমক লাগিয়ে দিলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। এখানে একেবারে 'কথাকলি'-র সাজে সেজেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অক্ষয় কুমার এই ছবি শেয়ার করে লিখেছেন, 'এটা কেবলমাত্র একটা কস্টিউম নয়, এটা একটা প্রতীক। একটা সংস্কৃতি, আমাদের জাতির একটা সত্যি। সি সঙ্গরণ অস্ত্র দিয়ে লড়াইটা করেননি। তিনি আইন দিয়ে ব্রিটিশদের সঙ্গে লড়াই করেছেন। আর হ্যাঁ, তাঁর হৃদয়ে ছিল আগুন। ১৮ এপ্রিল যে গল্প গল্পের বইতে পড়ায় না, সেটাই পর্দায় দেখবেন।'

Continues below advertisement

অন্যদিকে, ‘হেরা ফেরি ৩’-র শ্যুটিং শুরু হয়েছে। সদ্য পাওয়া খবর অনুযায়ী, জানা যাচ্ছে  যে প্রধান অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar), সুনীল শেট্টি (Sunil Shetty) এবং পরেশ রাওয়াল (Paresh Rawal) অভিনীত ছবির শ্যুটিং আজ থেকে শুরু হয়েছে। আজই শ্যুট হয়েছে ছবির প্রথম দৃশ্য। প্রযোজনা সংস্থার একটি ঘনিষ্ঠ একটি সূত্র খবরটি নিশ্চিত করে বলেছে,  "হ্যাঁ, এটি সত্যি। প্রথম দৃশ্যটি সত্যিই আজ অক্ষয়,  সুনীল এবং পরেশের সঙ্গে শ্যুট করা হয়েছে, তাঁরা তাদের আইকনিক ভূমিকায় দর্শককের স্মৃতি ফিরিয়ে আনবে।’

হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২৪ -এর সময় অক্ষয় কুমার এই ছবিটিকে ঘিরে গুঞ্জন আরও তীব্র করে তুলেছিলেন। এই ঘোষণার পরে, অনুরাগীরা সোশ্যাল মিডিয়া ভরিয়েছেন মন্তব্যে। আগামীর চ্যালেঞ্জ সম্পর্কে বলতে গিয়ে প্রিয়দর্শন আগেই বলেছিলেন, ‘ হেরা ফেরির তৃতীয় অধ্যায়টি তৈরি করা খুব চ্যালেঞ্জিং হতে চলেছে কারণ অনেক বেশি প্রত্যাশা থাকবে। চরিত্রগুলি বৃদ্ধ হয়ে গেছে এবং সেই অনুযায়ী গল্প বাঁধতে হবে, মানুষের কাছে তা বিশ্বাসযোগ্য করে তুলতে হবে... এগুলি গুরুত্বপূর্ণ বিষয়। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। দেখি এটা কিভাবে কাজ করে।’

‘হেরা ফেরি’-র প্রথম ছবিটি মুক্তি পেয়েছিল ২০০০ সালে। এরপরে হেরা ফেরি ২ মুক্তি পেয়েছিল ২০০৬ সালে। এরপরে, ১৯ বছর পরে আসতে চলেছে ‘হেরা ফেরি ৩’। সেই কারণে দর্শকদের যে প্রত্যাশা থাবে সে আর নতুন কী?

 

Continues below advertisement
Sponsored Links by Taboola