কলকাতা: কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার ঘটনায় ফুঁসছে গোটা দেশ। গোটা দেশ চাইছে যোগ্য জবাব পাক পাকিস্তান। পহেলগাঁওতে ঝরে গিয়েছে ২৬ টা নিরীহ প্রাণ। বেড়াতে গিয়ে আর নিজেদের ঘরে ফিরে এলেন না ২৫ জন পর্যটক। মূলত হিন্দু পুরুষ পর্যটকদের ওপরেই বেছে বেছে হামলা করেছে জঙ্গিরা। আর সেই ঘটনার আবহেই মুক্তি পেয়েছে অক্ষয় কুমার (Akshay Kumar) মাধবন (Madhaban) ও অনন্যা পাণ্ডে (Ananya Pandya) অভিনীত 'কেশরী ২'। আর এই ছবিরই একটি সংলাপ বাস্তবে বলায়, সমালোচনার মুখোমুখি হলেন অক্ষয় কুমার। ঠিক কী বলেছেন তিনি।
সিনেমা মুক্তি পাওয়ার পরে নিয়ম মাফিক বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরে ঘুরে দর্শকদের ছবি কেমন লাগছে তা জেনে নিচ্ছেন অক্ষয়। টলিউড থেকে বলিউড, সব জায়গাতেই এই প্রথা চালু রয়েছে। সিনেমার পর্দায় শত্রুদের জন্য একটি বিশেষ ইংরাজি গালিগালাজ ব্যবহার করেছিলেন অক্ষয় কুমার। এদিন প্রেক্ষাগৃহে দর্শকদের সঙ্গে কথা বলতে গিয়েও উঠে আসে পহেলগাঁও প্রসঙ্গ। অক্ষয় দর্শকদের বলেন, ‘দুর্ভাগ্যবশত, আমাদের মনে আবার ক্ষোভ জেগে উঠেছে। আপনারা সবাই বুঝতেই পারছেন, আমি কার কথা বলছি।’ এরপরে অক্ষয় জানান, ছবিতে তিনি শত্রুদের যে কথা বলেছেন, বাস্তবেও তিনি ওই জঙ্গিদের সেই কথাই বলতে চান। এই বলে তিনি বলেন, 'পাকিস্তান তোমাকে....' এরপরেই দর্শকদের দিকে মাইক এগিয়ে দেন। দর্শকেরাই বলে ওঠেন ছবির সংলাপ।
তবে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই সমালোচনার স্বীকার হয়েছেন অক্ষয়। ছবিতে নাকি এই সংলাপের বিশেষ গুরুত্ব রয়েছে। তবে সেই সংলাপ এতটা সরাসরি ব্যবহার করার অনেকেই তীব্র নিন্দা করেছেন। অনেকের মতে, প্রতিবেশী দেশকে এভাবে গালিগালাজ করা যায় না।
অন্যদিকে, অক্ষয় কুমারের চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিপুল অঙ্কের পারিশ্রমিক পাওয়ার বিষয়েও খবর প্রকাশিত হয়েছে। সিয়াসত ডেইলির একটি প্রতিবেদন অনুসারে, অক্ষয় কুমার প্রতি চলচ্চিত্রের জন্য ৬০ কোটি থেকে ১৪৫ কোটি টাকা পারিশ্রমিক নেন। ওই প্রতিবেদন অনুযায়ী, অক্ষয় কুমার তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কেসরি ২-এর জন্যও একই রকম বিপুল পারিশ্রমিক নিয়েছেন। তবে, সম্প্রতি অনেক সাক্ষাৎকার এবং আলাপচারিতায় অক্ষয় স্পষ্ট করে বলেছেন যে তিনি চলচ্চিত্র প্রযোজকদের কাছে সরাসরি পারিশ্রমিক নেন না। পরিবর্তে, চলচ্চিত্রটি যদি ভাল করে, তাহলে তিনি লাভ ভাগাভাগির পদ্ধতি বেছে নেন।