মুম্বই: সিনেমার শ্যুটিং ও প্রোমোশনের ব্যস্ততার ফাঁকেই বলিউড তারকা অক্ষয় কুমার তাঁর সন্তানের সঙ্গে নিয়মিত সময় কাটানোর সময় ঠিক বের করে নেন। বেরিয়ে পড়েন মেয়েকে নিয়ে। মেতে ওঠেন খেলাধুলোয়। এরইমধ্যে মেয়েকে দোলনায় দোলাতে গিয়ে 'বিপত্তি'র মুখে পড়লেন অক্ষয়। মেয়েকে দোলনায় দোল খাওয়াতে খাওয়াতে এমন যে ঘটবে, তা সম্ভবত কল্পনাও করেননি তিনি। ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অক্ষয়। তা ভাইরালও হয়ে গিয়েছে। ভিডিও-র ক্যাপশনে অক্ষয় লিখেছেন, ড্যাডি’স ডে আউট গন রং। অর্থাত্, মেয়েকে বেড়াতে নিয়ে গিয়েছিলেন। কিন্তু ফল হল উল্টো। ইন্সটাগ্রামে ভিডিওটির ইউজারের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে। অক্ষয়ের অনুরাগীরা বিডিওটা দারুন পছন্দ করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে. দোলনায় দোলানোর সময় হঠাত্ই মেয়ে নিতারার একটা পা অক্ষয়ের মুখে ধাক্কা মারে। উল্লেখযোগ্য, যে ভিডিওটিতে নিতারার মুখ দেখা যাচ্ছে না। অক্ষয় ও তাঁর স্ত্রী ট্যুইঙ্কল নিতারার ছবি মাঝেমধ্যেই শেয়ার করেন। কিন্তু সেই ছবিগুলিতে তার মুখ দেখা  যায় না। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না।