মুম্বই: 'ধুরন্ধর' সিনেমার আকাশছোঁয়া সাফল্যের পর বর্তমানে অক্ষয় খান্না (Akshaye Khanna) টক অফ দ্য টাউন। তাঁর জনপ্রিয়তা একেবারে তুঙ্গে। তবে এরই মাঝে দিনকয়েক আগেই অক্ষয়ের 'দৃশ্যম ৩' (Drishyam 3) থেকে সরে দাঁড়ানোর খবর সামনে এসেছিল। এবার সেই ঘটনায় তাঁকে আইনি নোটিস পাঠাচ্ছেন সিনেমার প্রযোজক কুমার মঙ্গত পাঠক (Kumar Mangat Pathak)।

Continues below advertisement

কুমার দাবি করেন অক্ষয়ের সঙ্গে প্রচুর আলোচনার পর তাঁকে সিনেমায় পাকা করা হয়েছিল, তবে শ্যুটিং শুরু হওয়ার মাত্র ১০ দিন আগেই তিনি পিছিয়ে আসেন। অক্ষয়কে অপেশাদার দাবি করে তিনি আইনি পথে হাঁটার কথাও জানান। সম্প্রতি এক সাক্ষাৎকারে কুমার জানান অক্ষয়ের সঙ্গে বেতনের পাশাপাশি সিনেমায় তাঁর পরচুলা পরার আবদার নিয়েও ঝামেলা বাঁধে।

তিনি বলেন, 'আমরা অক্ষয়কে দৃশ্যম ৩-র জন্য সই করি। ওর সঙ্গে অনেক আলোচনার পরে ওর বেতন নির্ধারিত হয়। ও দাবি করে সিনেমায় ও পরচুলা পরবে, তবে দৃশ্যম ৩ যেহেতু সিক্যুয়াল তাই এমনটা করলে নিরন্তরতা ভাঙবে এবং এই বিষয়টা অস্বাভাবিক মনে হবে বলেই পরিচালক অভিষেক পাঠক ওকে জানিয়ে পুরো বিষয়ে রাজিও করিয়ে নেয়। ও প্রাথমিকভাবে বিষয়টা বুঝে নিজের দাবি থেকে সরে আসে। তবে ওর চামচারা ওকে বোঝা যায় পরচুলায় ওকে বেশি স্মার্ট লাগবে। ও আবারও একই দাবি করলে স্বাভাবিকভাবেই অভিষেক আবারও নাকচ করে ওর সঙ্গে আলোচনায় বসবে বলে ঠিক করেছিল। তবে আলোচনা হওয়ার আগেই ও জানিয়ে দেয় যে ও এই সিনেমা করতে আর আগ্রহী নয়।'

Continues below advertisement

কুমার দাবি করেন অক্ষয়ের হাতে যখন কাজ ছিল না, তখন তিনিই তাঁকে 'সেকশন ৩৭৫' এবং 'দৃশ্যম ২'-র মতো সিনেমা দিয়ে মূলস্রোতে ফিরিয়ে আনেন যার ফলে তিনি পরবর্তীতে ধুরন্ধেরর মতো সিনেমায় সুযোগ পান। তাই অক্ষয়ের এই সাফল্য তাঁর অবদান বলে জানান কুমার। পরক্ষণেই তিনি দাবি করেন এই সাফল্য অক্ষয়ের মাথা খারাপ করে দিয়েছে।

অক্ষয়কে কাজ না করলেও দৃশ্যম সিনেমার কোনও ক্ষতি না হলেও, শেষ মুহূর্তে অক্ষয়ের এই সিদ্ধান্তে তাঁর আর্থিক ক্ষতি হয়েছে বলে জানান কুমার। তারপরেই তিনি আইনি পথে হাঁটার কথা জানান। 'ওর এই আচরণের জন্য আমার আর্থিক ক্ষতি হয়েছে। আমি আইনি পথে হাঁটব। ইতিমধ্যেই আমি ওকে আইনি নোটিস পাঠিয়েছে। এখনও তার জবাব দেয়নি ও' বলেন কুমার।

প্রসঙ্গত উল্লেখ্য, দৃশ্যম ৩-এ অক্ষয় খান্নার বদলে সেই চরিত্রে বদলি হিসাবে জয়দীপ আহলাওয়াতকে সই করানো হয়েছে। জয়দীপকে অক্ষয়ের থেকে বেশি ভাল অভিনেতা এবং অনেক ভাল মানুষ হিসাবেও দাবি করেন কুমার। শেষমেশ যাই হোক 'ধুরন্ধর'-র সাফল্যের পর এই ঘটনায় যে অক্ষয় ফের একবার শিরোনামে, তা কিন্তু বলাই বাহুল্য।