কলকাতা: জীবনের নতুন অধ্য়ায় শুরু করার পরে, 'সারেগামাপা' শো-তে অ্যালবার্ট কাবো। এই মঞ্চ থেকেই শুরু হয়েছিল তাঁর সফর। আর ফের সেই মঞ্চেই ফিরলেন অ্যালবার্ট। তাঁকে দেখে, খুশি বিচারক থেকে শুরু করে সঞ্চালক আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)-ও। 


চলছে জি বাংলার 'সারেগামাপা'-এর অনুষ্ঠান। আর সদ্য়ই সেখানে অতিথি শিল্পী হিসেবে এসেছিলেন কাবো। এর আগে, একটা সময়ে ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করতে কাবো। গান ছিল তাঁর ভাললাগার জায়গা, কিন্তু পেশা নয়। সেখান থেকেই কাবোর কেরিয়ার শুরু। এরপরে সারেগামাপা যেন বদলেই দিয়েছিল কাবোর জীবন। প্রথাগত শিক্ষা না থাকা সত্ত্বেও সারেগামাপা-তে এসে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন কাবো। তবে সেই সিজনে জিততে পারেননি তিনি। ট্রফি ওঠে পদ্মপলাশের হাতে। কিন্তু চূড়ান্ত জনপ্রিয়তা পেয়েছিলেন কাবো। 


আর সারেগামাপা-র মঞ্চে ফিরেও সমাদৃতই হলেন তিনি। মজা করে শান্তনু মৈত্র কাবোকে বলেন, 'কাবো.. আমি তোকে চিনতেই পারিনি।' সঞ্চালক আবির বলেন, 'কাবোকে খালি দেখ.. কেমন আছো কাবো? ' কাবো উত্তরে বলেন, 'এই মঞ্চে যতবারই ফিরে এসেছি, মনে হচ্ছে ঘরে ফিরেছি। এই মঞ্চে এমন কিছু মানুষ রয়েছেন যাঁরা আমায় প্রচুর সাহায্য করেছেন। এখানে রথিজিৎ স্যার রয়েছেন। আমার যখনই কোনও গানে আবেগের প্রয়োজন হয়, আমি রথিজিৎ স্যারের কথা ভাবি। উনি কীভাবে গান গান, কীভাবে আবেগ দেন আমি সেটা মনে করি।'


প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনে সন্তানের বাবা হয়েছেন কাবো। ৮ মাসের কন্যাসন্তানকে হারিয়েছিলেন কাবো। মাস দুয়েক আগে, অ্যালবার্টের স্ত্রী পূজা ছেত্রী এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। প্রথম সন্তান এভলিন ছিল কন্যা। সেই একরত্তি এভলিনই যেন ফের ফিরে এসেছে অ্যালবার্ট এবং পূজার কোলে। তবে সোশ্যাল মিডিয়ায় সন্তানের ছবি ভাগ করে নেননি অ্যালবার্ট কাবো বা তাঁর স্ত্রী পূজা কেউই। 


 






আরও পড়ুন: RG Kar News: 'এক সময়ের বন্ধু' কাঞ্চন মল্লিককে 'ত্যাগ' করলেন সুদীপ্তা চক্রবর্তী, বিস্ফোরক পোস্টে লিখলেন...


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।