মুম্বই: বলিউডের তারকাদম্পতির ঘরে এল কন্যাসন্তান। দম্পতি থেকে অভিভাবক হলেন রিচা চাড্ডা এবং আলি ফজল। মঙ্গলবার কন্যাসন্তানের জন্ম দেন রিচা। বৃহস্পতিবার অনুরাগীদের সঙ্গে খুশির খবর ভাগ করে নিলেন তাঁরা। ভালবাসা এবং আশীর্বাদের জন্য শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানিয়েছেন রিচা এবং আলি। (Ali Fazal-Richa Chadha)
বৃহস্পতিবার যৌথ বিবৃতিতে সকলের সঙ্গে সুখবর ভাগ করে নেন রিচা ও আলি। তাঁরা বলেন, 'অত্যন্ত আনন্দের সঙ্গে আমাদের মেয়ের আবির্ভাবের খবর জানাচ্ছি। ১৬ জুলাই আবির্ভাব ঘটেছে। আমাদের পরিবার আনন্দে আত্মহারা। শুভাকাঙ্খীদের ভালবাসা এবং আশীর্বাদের জন্য ধন্যবাদ জানাই। ভালবাসা রইল, রিচা এবং আলি'। (Bollywood Updates)
গত সপ্তাহেই মেটারনিটি শ্যুটের ছবি সকলের সঙ্গে শেয়ার করে নেন রিচা। পাশে থাকার জন্য আলিকে ধন্যবাদ জানান। সন্তান তাঁর জীবনে আলো নিয়ে উপস্থিত হয়েছে বলে জানান। তাঁদের সন্তান সহানুভূতিশীল হোক, মনে ভালবাসা, করুণা থাকুক, আশাপ্রকাশ করেন রিচা। এর পরই মঙ্গলবার সন্তান প্রসব করেন তিনি। দু'দিন পর খবর জানালেন।
২০২০ সালে সম্পর্ককে পরিণয়সূত্রে বাঁধেন রিচা এবং আলি। ২০১৫ সাল থেকে সম্পর্ক তাঁদের। ২০১৭ সালে প্রথম সম্পর্কের কথা স্বীকার করেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় আলি লেখেন, 'সম্পর্ক আছে তো আছে'। আরও আগে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু মাঝে করোনার দরুণ পরিকল্পনা ভেস্তে যায়।
এই মুহূর্তে রিচা এবং আলি, দু'জনের কেরিয়ারই তরতরিয়ে এগোচ্ছে। 'হীরামন্ডি'র সাফল্য রিচার কেরিয়ারে নয়া মাত্রা যোগ করেছে। অন্তঃসত্ত্বা অবস্থাতেই ছবির প্রচার সারেন তিনি। আলি অভিনীত 'মির্জাপুর ৩'ও সাফল্য কুড়িয়েছে। সেই আবহেই তাঁদের কোলে সন্তান এল। তবে আটঘাট বেঁধে যে এগোননি, তা রিচা নিজেই জানান। সন্তানের জন্য পরিকল্পনা করেননি আলাদা করে, সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে জানান। বিয়ে হোক বা সন্তানধারণ, বার বার সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ, বিদ্রুপের শিকার হয়েছেন রিচা এবং আলি। ভিন্ ধর্মে বিয়ে নিয়েও আক্রমণের মুখে পড়েন তাঁরা। যদিও রিচা জানান, বাইরে থেকে লোকে কী বলল, তা নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই তাঁর।