Aishwarya-Abhishek Marriage: 'বিবাহবিচ্ছেদ সহজ নয় মোটেই...', ঐশ্বর্যার সঙ্গে দাম্পত্যে কি চিড়? নিজেই জল্পনা উস্কে দিলেন অভিষেক

Bollywood Couple: সোশ্যাল মিডিয়ায় অভিষেক নিজেই জল্পনা উস্কে দিলেন। 

Continues below advertisement

মুম্বই: দাম্পত্যে সব ঠিক নেই বলে আগেই শোনা গিয়েছিল। জল্পনা-কল্পনা খারিজ করা তো দূর, বরং পরস্পরের সঙ্গে দূরত্ব বজায় রেখেই চলতে দেখা যাচ্ছে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাই বচ্চনকে। আম্বানিদের বিয়েতে বচ্চন পরিবারের থেকে আলাদা, মেয়েকে সঙ্গে নিয়ে ঢোকেন ঐশ্বর্যা। বিবাহ অনুষ্ঠান চলাকালীন যদিও একফ্রেমে দেখা যায় তাঁদের, কিন্তু দূরত্ব স্পষ্ট ধরা দেয়। এবার সোশ্যাল মিডিয়ায় অভিষেক নিজেই জল্পনা উস্কে দিলেন। (Aishwarya-Abhishek Marriage)

Continues below advertisement

সম্প্রতি ইনস্টাগ্রামে বিবাহবিচ্ছেদ নিয়ে একটি পোস্টে 'লাইক' ঠুকেছেন অভিষেক। যে পোস্টে 'লাইক' ঠুকেছেন অভিষেক, তাও যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। কারণ বিবাহবিচ্ছেদ নিয়ে ওই পোস্টের সারকথা হল, 'ভালবাসা সহজ থাকে না কেন?' পোস্টটিতে লেখা ছিল, 'দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্ক কাটিয়ে একে একে আলাদা হয়ে যাচ্ছেন যুগলরা। কেন এমন সিদ্ধান্ত নিচ্ছেন তাঁরা, কেন বাড়ছে বিবাহবিচ্ছেদ'? (Bollywood Couple)

অভিষেকের 'পছন্দে'র ওই পোস্টটিতে আরও লেখা ছিল, 'বিবাহবিচ্ছেদ কারও জন্যই সহজ নয়। হাসিখুশি জীবনের স্বপ্ন কে না দেখেন? প্রবীণ দম্পতি হাত ধরে রাস্তা পার হচ্ছেন, এমন মন ভাল করা দৃশ্য নিজের জীবনে প্রয়োগ করতে কে না চান। তাও কখনও কখনও জীবন আমাদের ইচ্ছে অনুযায়ী চলে না। কিন্তু ছোট-বড় সব কিছুর জন্য পরস্পরের উপর নির্ভর করা যুগলেরা কেন আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন? কেন সম্পর্কের সুতো ছিড়ে বেরিয়ে যান তাঁরা, তার পর কী করে জীবনের সঙ্গে মানিয়ে নেন তাঁরা'?

আরও পড়ুন: Amitabh-Jaya: অঝোরে বৃষ্টিতে স্ত্রী জয়াকে আগলে মাথায় ছাতা ধরলেন অমিতাভ, ছবি পোস্ট হতেই ভাইরাল

তাঁদের দাম্পত্য নিয়ে এযাবৎ যা কিছু শোনা গিয়েছে, তা নিয়ে কোনও প্রতিক্রিয়াই জানাননি অভিষেক এবং ঐশ্বর্যা। জল্পনা মেনেও নেননি, আবার পত্রপাঠ খারিজও করে দেননি। বরং বেশ কিছু দিন ধরেই বিভিন্ন অনুষ্ঠানে আগের মতো একসঙ্গে আর দেখা যাচ্ছে না তাঁদের। পরস্পরকে নিয়ে প্রকাশ্যে মন্তব্য করা থেকেও বিরত থাকেন তাঁরা, খানিকটা সচেতন ভাবেই। সেই আবহেই বিবাহবিচ্ছেদের পোস্টে অভিষেকের 'লাইক' ঠোকা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। 

২০০৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক এবং ঐশ্বর্যা। ২০১১ সালে তাঁদের সন্তান আরাধ্যার জন্ম। এবছর এপ্রিল মাসে তাঁদের ১৭তম বিবাহবার্ষিকী ছিল। ওই দিনে বাগদানের পুরনো ছবি আপলোড করলেও, ক্যাপশন খালি রাখেন ঐশ্বর্যা। এর কিছু দিন আগে থেকেই যদিও তাঁদের সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া শুরু হয়। শ্বশুরবাড়ির লোকজন, বিশেষ করে শাশুড়ি জয়া বচ্চন এবং ননদ শ্বেতা বচ্চনের সঙ্গে ঐশ্বর্যার বনিবনা হচ্ছে না বলে শোনা যায়। এমনকি অভিষেকের সঙ্গে ঐশ্বর্যা আর একছাদের নীচে থাকছেন না বলেও গুঞ্জন রয়েছে।

Continues below advertisement
Sponsored Links by Taboola