কলকাতা: পায়ে পায়ে ১০ বছর পার। স্টুডেস্ট অফ দ্য ইয়ার (Student of The Year)-এর সেই সানায়া সিঙ্ঘানিয়া (Shanaya Singhania) থেকে শুরু করে আজকের গঙ্গুবাঈ (Gangubai Kathiawadi)-র বিস্তর ফারাক। বলিউডে ১০ বছর পূরণ করে ফেললন অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)।                                                                                     


এই ১০ বছরে আলিয়ার জীবনে ওঠাপড়া কিছু কম আসেনি। মহেশ ভট্ট কন্যার বলিউডে পা রেখেই জুটেছিল স্টারকিড তকমা। বার বার প্রশ্ন উঠেছিল তাঁর অভিনয় নিয়েও। কিন্তু হাইওয়ে (Highway) থেকে শুরু করে রাজি (Raaji), উড়তা পঞ্জাব (Udta Panjaab), ডিয়ার জিন্দেগী (Dear Zindegi), গাল্লি বয় (Gully Boy)... একের পর এক ছবিতে নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন আলিয়া।                                                                                                       


কেবল অভিনয় নয়, সম্পর্কের টানাপোড়নেও একাধিকবার জড়িয়েছেন আলিয়া। তবে এখন আলিয়া রণবীর কপূরের ঘরনী, দিন গুনছেন সন্তানের অপেক্ষায়। আজ সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করেছেন আলিয়া। অভিনেত্রী প্রযোজক লিখছেন, 'আজ ১০ বছর। আমি ভীষণভাবে কৃতজ্ঞ.. প্রত্যেকটা দিনের জন্য। কথা দিচ্ছি.. আমি আরও ভাল হব। আরও গভীরভাবে স্বপ্ন দেখব। আরও খেটে কাজ করব। এই ম্যাজিকটার জন্য ধন্যবাদ। শুধু ভালবাসা।'


আরও পড়ুন: Tollywood Update: ত্রিকোণ প্রেমের সমীকরণে জড়িয়ে জয়, সুদীপ্তা, সম্পূর্ণা, খুনে তদন্তে রজতাভ!