আসলে এই মেয়েটির নাম সানায়া। সানায়ার এই ভিডিও অনুরাগীদের পছন্দ হয়েছে। কেননা, তাঁর সংলাপ বলার ভঙ্গি ও ভাবের প্রকাশ দেখে বোঝার উপায় নেই যে তিনি আলিয়া নন।
আলিয়ার ‘গলি বয়’ সিনেমার ট্রেলার দর্শকদের পছন্দ হয়েছে। বিশেষ করে, সিনেমায় আলিয়ার সংলাপ অনুরাগী মহলে সাড়া ফেলেছে।
আলিয়ার মতো দেখতে সানায়াকে পরিচিতরা আশু বলেও ডাকেন। উত্তরাখণ্ডের বাসিন্দা মেয়েটি আলিয়ার বড় ফ্যান।
এই ভিডিও ভাইরাল হওয়ার পর সানায়র সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার সংখ্যা প্রচুর বেড়ে গিয়েছে। sanayaashu নামের প্রোফাইলে ৩৪০০ ফলোয়ার রয়েছে। এই সংখ্যা ক্রমশ বাড়ছে। ওই ভিডিও-র পর সানায়া আরও দুটি ভিডিও শেয়ার করেছেন।