কলকাতা: তিনি কড়া নজর রাখেন নিজের ডায়েটের ওপর। কখনোই বেহিসাবি কিছু খেয়ে ফেলেন না আলিয়া ভট্ট (Alia Bhatt)। অস্বাস্থ্যকর খাবার খাওয়া একেবারেই পছন্দ নয় তাঁর। তবে হঠাৎ এমন কী হল যে আলিয়া একবারেই নিজের ৭ দফার খাবার খেয়ে ফেলছেন! শুধু তাই নয়। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ারও করে নিচ্ছেন সেই সমস্ত ছবি।

আসলে এই গোটা ঘটনার পিছনে রয়েছে আলিয়ার একরত্তি মেয়ে ছোট্ট রাহা। খেলার ছলে, মডেলিং ক্লে দিয়ে সে মাকে সাত প্লেট খাবার বানিয়ে, সুন্দর করে সাজিয়ে খেতে দিয়েছে। বিভিন্ন খাবারের আকার, আকৃতি সবই ভিন্ন। রাহার এত সুন্দর করে সাজিয়ে খেতে দেওয়া দেখে নিজেই অবাক আলিয়া। সোশ্যাল মিডিয়ায় তিনি সেই ছবি ফ্রেমবন্দি করে পোস্ট করেছেন। সেটিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে, ‘জিগরা’ অভিনেত্রী মডেলিং ক্লে দিয়ে রাহার তৈরি করা সুন্দরভাবে সাজানো খাবারের একটি ছবি পোস্ট করেছেন। আলিয়া তার মেয়ের সৃজনশীলতার প্রশংসা করেছেন এবং স্নেহের সঙ্গে রাহাকে তার “প্রিয় রাঁধুনী” বলে উল্লেখ করেছেন। ছবিতে, গর্বিত মাকে একটি টেবিলে বসে থাকতে দেখা যায়, তার সামনে রাহা তৈরি করা একটি সুন্দরভাবে সাজিয়ে দেওয়া সাত দফার খাবার রয়েছে। রঙিন মডেলিং ক্লে দিয়ে তৈরি রঙিন সব খাবার, ছোট - রঙিন থালায় পরিবেশন করা হয়েছে। মেয়ের সৃজনশীলতায় আনন্দিত হয়ে আলিয়া লিখেছেন, 'আমার ৭-কোর্সের খাবার… আমার প্রিয় রাঁধুনীর ভালবাসায়।'

আলিয়া ভট্ট প্রায়শই তার মেয়ে রাহার আদরের ছবি শেয়ার করেন। অনুরাগীদের তাঁদের ব্যক্তিগত মুহূর্তের এক ঝলক দেখান। কয়েকদিন আগে, জাতীয় পোষ্য দিবসে, আলিয়া তার পোষা বিড়াল এডওয়ার্ডের সঙ্গে একটি হৃদয়স্পর্শী ছবি শেয়ার করেছিলেন। ছবিটি তার ছোট্ট মেয়ে রাহা তুলেছিল। ক্যাপশনে তিনি লিখেছেন, 'আমার রাজকুমারের সাথে একটি ছবি, আমার রাজকুমারী তুলেছে।' অন্যদিকে, আলিয়া ভট্ট এবং রণবীর কাপূর ১৪ এপ্রিল তাদের তৃতীয় বিবাহবার্ষিকী পালন করেছেন। এই অনুষ্ঠান উদযাপন করতে, ৩২ বছর বয়সী অভিনেত্রী ‘রকস্টার’ অভিনেতার তোলা একটি মিষ্টি সেলফি পোস্ট করেছেন। ছবিতে আলিয়াকে তার স্বামী রণবীরের পাশে শুয়ে থাকতে ঝলক দেখা যায়। সেই ছবিতে আলিয়া ও রণবীরকে সবাই শুভেচ্ছা জানিয়েছিলেন। রণবীর এবং আলিয়া ২০১২-র ১৪ এপ্রিল তাঁদের মুম্বইয়ের বাসভবনে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে করেছিলেন। পরে, ২০২২ সালের ৬ নভেম্বর, তাঁরা রাহার বাবা মা হন।