কলকাতা: এবার হলিউডে আলিয়া ভট্ট (Alia Bhatt)। নায়িকা যে হলিউডে পাড়ি দিয়েছেন এই খবর পাওয়া গিয়েছিল অনেকদিন আগেই। আর আজ মুক্তি পেল তাঁর প্রথম হলিউড ছবি 'হার্ট অফ স্টোন' (Heart of Stone)-এর ট্রেলার। নেটফ্লিক্সে (Netflix) ১১ অগাস্ট মুক্তি পাবে এই ছবি। 


এই ছবিতে গাল গ্যাডোট, জেমি ডরনানের মতো হলিউড তারকাদের সঙ্গে একফ্রেমে দেখা যাবে আলিয়াকে। আর মুক্তি পেল সেই ছবির প্রথম প্রচার ঝলক। আর সেখানে খলনায়িকার ভূমিকায় দেখা গেল আলিয়াকে। বলিউডে ১১ বছর পার করেছেন আলিয়া। কর্ণ জোহরের (Karan Johar)-এর স্টুডেন্ট অফ দ্য ইয়ার (Student of The Year) ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন আলিয়া। একের পর এক ছবিতে নিজেকে প্রমাণ করেছেন আলিয়া। নিজের জাত চিনিয়েছেন বার বার। আর এবার তাঁর সফর পাড়ি দিয়েছে হলিউডে। 


ট্রেলার অনুযায়ী,  ‘হার্ট অফ স্টোন’-এও ‘হার্ট’-এর খোঁজে ছুটছেন গাল গ্যাডোট তথা র‌্যাচেন স্টোন। ট্রেলার অনুযায়ী সেই খোঁজেই বাধা দিচ্ছেন আলিয়া ভট্ট তথা কেয়া ধওয়ান। হলিউডের প্রথম ছবিতেই খলনায়িকার চরিত্রে দেখা যেতে চলেছে আলিয়াকে। তবে ট্রেলারে বেশি ঝলক মিলল না অভিনেত্রীর। এতে অবশ্য একটু খুন্ন হয়েছেন অনুরাগীরা। গোটা ছবি মুক্তি পেলে সেখানে আলিয়া কতটা প্রাধান্য পাবে, তা দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।


কাজের ক্ষেত্রে, বলিউডে কর্ণ জোহরের আগামী ছবি কি অউর রানি কী প্রেম কাহানি (Rocky Aur Rani Ki Prem Kahani)-তে দেখা যাবে আলিয়াকে। এই ছবিতে তাঁর বিপরীতে দেখা যাবে রণবীর সিংহ (Ranbir Singh)-কে। এছাড়াও রয়েছেন, শাবানা আজমি (Sabana Azmi), ধর্মেন্দ্র (Dharmendra), জয়া বচ্চন (Joya Bacchan) ও টোটা রায়চৌধুরী (Tota Roychowdhury), চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly) রা।


এই দুই পরিবারকে নিয়েই আবর্তিত হয়েছে ছবির গল্প। রণধাওয়া পরিবার এবং চট্টোপাধ্যায় পরিবার। রণধাওয়া পরিবারের ছেলে হিসেবে দেখা যাচ্ছে রণবীরকে। তাঁর পরিবারে রয়েছেন ধর্মেন্দ্র ও জয়া বচ্চন। অন্য়দিকে, বাঙালি চট্টোপাধ্যায় পরিবার আলিয়ার। এই প্রথম সম্ভবত কোনও বাঙালি মেয়ের চরিত্রে দেখা যাবে আলিয়াকে। তাঁর দুই পাশে দেখা গেল টোটা ও চূর্ণীকে। টোটার পরণে অফ হোয়াইট পাঞ্জাবি পাজামা, চূর্ণী পরেছেন হলুদ শাড়ি। তবে এখনও পর্যন্ত নিজেদের চরিত্র নিয়ে কথা বলতে চান না দুই বাঙালি অভিনেতা অভিনেত্রীর কেউই। পোস্টার দেখে আঁচ করা যায়, সম্ভবত আলিয়ার অভিভাবকের চরিত্রে অভিনয় করছেন তাঁরা। 


 






 


আরও পড়ুন: Pomegranates Benefits: হৃদযন্ত্র এবং মস্তিষ্কের পুষ্টির জন্য় জরুরি ডালিম, রয়েছে আরও উপকার


আরও পড়ুন: Curly Hair: কোঁকড়ানো চুল ধুয়ে পরিষ্কার করার ক্ষেত্রে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে?