মুম্বই: রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্ট (Alia Bhatt) বিয়ের পিঁড়িতে বসবেন আর মাত্র কয়েকটা দিন পর। দুই তারকা বিয়ের প্রসঙ্গে মুখ না খুললেও আলিয়া ভট্টের পরিবারের পক্ষ থেকে একাধিক ব্যক্তি মুখ খুলেছেন। গতকালই আলিয়া ভট্টের দাদা রাহুল ভট্ট এবং কাকা রবীন ভট্ট দুই তারকার বিয়ের কথা স্বীকার করে নেন। জানিয়ে দেন বিয়েটা হচ্ছে। আর তা হচ্ছে ১৪ এপ্রিল। এবার রণবীর-আলিয়ার বিয়ের প্রসঙ্গে মুখ খুললেন মুকেশ ভট্ট (Mukesh Bhatt)।
রণবীর-আলিয়ার বিয়ে প্রসঙ্গে মুকেশ ভট্ট-
ছবি প্রযোজক মুকেশ ভট্টকে শোনা গেল রণবীর কপূর ও আলিয়া ভট্টের বিয়ে (Alia Bhatt Ranbir Kapoor Wedding) নিয়ে কথা বলতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন যে, রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে তিনি এখনই কিছু জানাতে পারবেন না। তবে, ওঁদের বিয়ে মিটলেই তিনি বিস্তারিত তথ্য দেবেন। মুকেশ ভট্ট বলেন, 'আমি এই মুহূর্তে কোনও তথ্য দেওয়ার জায়গায় নেই। আমার বৌদি (সোনি রাজদান) আমাকে এই মুহূর্তে এই প্রসঙ্গে কোনও কথা জানাতে বারণ করেছেন। বিয়ে মিটে যাক। আমি বিস্তারিতভাবে সমস্ত বিষয়টা জানাব। কীভাবে বিয়ে হল, বিয়েতে কী কী হল, সব জানাব।' মুকেশ ভট্টের কথা শুনে বোঝা যাচ্ছে, বিস্তারিত না জানালেও, আকারে ইঙ্গিতে রণবীর - আলিয়ার বিয়ের কথা স্বীকার করে নিলেন তিনি।
আরও পড়ুন - Alia Ranbir Wedding: আলিয়া-রণবীরের বিয়েতে আমন্ত্রিত নন এই বলি তারকারা!
প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, রণবীর কপূর ও আলিয়া ভট্টর গ্র্যান্ড রিসেপশন (Ranbir Alia Reception) হতে চলেছে মুম্বইয়ের তাজ প্যালেস হোটেলে। দুই তারকার ঘনিষ্ঠ সূত্রে খবর, আগামী ১৭ এপ্রিল বিলাসবহুল এই হোটেলেই হতে পারে তাঁদের রিসেপশন। এই পাঁচতারা হোটেলের বলরুমে রাত ৯টা থেকে শুরু হবে রিসেপশন পার্টি। রণবীর কপূর ও আলিয়া ভট্টের ঘনিষ্ঠ সূত্র অনুযায়ী জানা গিয়েছে, দুই তারকাই দ্রুত তাঁদের বিয়ের অনুষ্ঠান শেষ করতে চান। কারণ, তাঁদের হাতে ইতিমধ্যেই বেশ কিছু ছবির কাজ রয়েছে। বিয়ের পর্ব মিটিয়েই দ্রুত কাজে যোগ দেবেন দুই তারকাই। সেই কারণেই মূলত এত চটজলদি সবকিছু সেরে ফেলা। গতকাল রাতে মুম্বইয়ের তাজ প্যালেস হোটেলে দেখা যায় হবু দম্পতিকে।