কলকাতা: সম্প্রতি ৩০ বছরে পা দিয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট। আর ওই বিশেষ দিনটি উদযাপন করতে লন্ডনে (London) উড়ে গিয়েছিলেন বলিউডের তারকা দম্পতি আলিয়া ভট্ট (Alia Bhatt) ও রণবীর কপূর (Ranbir Kapoor)। সঙ্গে ছিলেন আলিয়ার দিদি শাহিনও (Shahin Bhatt)। রণবীর কোনও সোশ্যাল মিডিয়ায় নেই, তাই ছবি শেয়ার করেছিলেন আলিয়াই। আর জমজাট ছুটি কাটিয়ে এবার দেশে ফিরলেন এই ডুয়ো। মুম্বই এয়ারপোর্টে পাপারাজিৎদের ক্য়ামেরাবন্দিও হয়েছেন 'ডিয়ার জিন্দেগি' তারকার। সাদা শার্টে সাধারন লুকে এদিন দেখা মিলল অভিনেত্রীর।


প্রসঙ্গত, 'রণালিয়া'র ছুটির ছবি পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করে আলিয়া লিখেছিলেন, 'এলডিএন ২০২৩'। প্রথম ছবিতেই দেখা যাচ্ছিল স্বামী ও স্ত্রী কাঁধে হাত রেখে হেঁটে চলেছেন লন্ডনের রাস্তা ধরে। ছবিটা তোলা পিছন থেকে। অপর একটি ছবিতে 'রাজি' অভিনেত্রীকে মুখে চওড়া হাসি পরে দেখা গেল। সাদা জ্যাকেট, মুখে 'নো মেকআপ' লুক। চওড়াই হাসিটাই যথেষ্ট যদিও। তৃতীয় ছবিতে দেখা গেল একটি লেকের ধারে কফি হাতে দাঁড়িয়ে অভিনেত্রী। অপর একটি দিদি শাহিন ভট্টের সঙ্গে দেখা যাচ্ছিল আলিয়াকে। 


আরও পড়ুন...


কঙ্গনার পর এবার প্রিয়ঙ্কার হয়ে মুখ খুললেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী


ছবিগুলি পোস্ট করার সঙ্গে সঙ্গেই অনুরাগীদের কমেন্টের বন্যা বয়ে গেছিল। প্রযোজক রিয়া কপূর লিখেছিলেন, 'সুন্দর দেখাচ্ছে।' অপর একজন লিখেছিলেন, 'সবচেয়ে মিষ্টি মানুষ'। 


সম্প্রতি লন্ডনে পাড়ি দিয়েছেন 'ব্রহ্মাস্ত্র' জুটি, সঙ্গী পরিবার। জন্মদিন পালন করতেই বিদেশে গিয়েছেন তাঁরা।


অন্যদিকে, কাজের কথা যদি দেখা যায়, তাহলে আলিয়াকে(Alia Bhatt) এরপর দেখা যাবে কর্ণ জোহরের বহু প্রতীক্ষিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে। বিপরীতে অভিনয় করেছেন রণবীর সিংহ। সেই সঙ্গে ছবিতে রয়েছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন, শাবানা আজমি। ২৮ জুলাই মুক্তি পাবে এই ছবি। এছাড়া তাঁর ঝুলিতে রয়েছে ফারহান আখতারের পরিচালনায় 'জি লে জরা', সেই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া ও ক্যাটরিনা কাইফ। শোনা যাচ্ছে, এই ছবির জন্য় রাজস্থানে লোকেশন খোঁজা শুরু করেছেন ছবির টিম। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে ফারহান একটি ছবি পোস্ট করেছেন যাতে দেখা যাচ্ছে তিনি একটি মরুভূমিতে দাঁড়িয়ে আছেন। হ্যাশট্য়াগে লিখেছেন 'জি লে জারা'। এর থেকেই নেটাগরিকদের ধারণা এখানেই হতে চলেছে ছবির শ্য়ুটিং।