নয়াদিল্লি: পরনে ডিজাইনার লাল লেহেঙ্গা। তার ওপর সোনালি কাজ। সঙ্গে গলায় হার, কপালে টিকলি, চোখে কাজল। হেঁটে আসছেন বলিউড তারকা আলিয়া ভট্ট। এক ঝলক দেখলে, মনে হতেই পারে ‘নববধূ’। শনিবার এমনই ২টি ছবিতে হৈ চৈ ফেলে দিলেন আলিয়া। বিয়ের সাজে বলি তারকা? কোনও বিশেষ কারণ? একটি বিপণীর বিশেষ ব্রাইডাল কালেকশনের মুখ হয়েছেন আলিয়া। সেই বিপণীর বিজ্ঞাপনেই ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। যা দেখার পর অনুরাগীরা বলছেন ‘রণবীর কি দুলহান’। আলিয়ার ছবির নীচে অনেক অনুরাগীকেই দেখা গিয়েছে এই কমেন্ট করতে। প্রসঙ্গত, অতীতে এই বিপণী সংস্থার মুখ হয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাও। উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকেই আলিয়া ও রণবীর কপূরের সম্পর্ক নিয়ে জোরাল চর্চা শোনা যায়। বি-টাউন তো বটেই, সংবাদমাধ্যমেও আলিয়া-রণবীরের সম্পর্ক নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। এমনও গুঞ্জন শোনা যায়, দীপিকা-রণবীরের (সিংহ) মতো লেক কোমো-তে বিয়ে করবেন রণবীর (কপূর)-আলিয়া। যদিও সেই জল্পনায় জল ঢেলে দেন আলিয়ার মা সোনি রাজদান। এমন কিছু হচ্ছে না, সাফ জানিয়ে দেন তিনি।