নয়াদিল্লি: সিনেমায় একজন শক্তিশালী নারী চরিত্র (Strong Woman Characters) সবসময়ই দর্শক হৃদয়ে আলাদা জায়গা করে নেয়। আর এই ইন্ডাস্ট্রিতে অনেক অভিনেত্রী তাঁদের শক্তিশালী পারফর্ম্যান্সের মাধ্যমে, কোনও পুরুষ নেতৃত্ব ছাড়াই পর্দায় গুরুত্বপূর্ণ বিষয়কে একাই টেনে নিয়ে গেছেন এবং ছবিতে একজন নায়কের উপস্থিতি সত্ত্বেও, তাঁরা পর্দায় স্বতন্ত্র থেকেছেন। এই বছরও তাঁর অন্যথা হয়নি। বেশ কিছু এমন কাজ হয়েছে যেখানে প্রধান মহিলা চরিত্ররা নজর কেড়েছেন। বর্ষ শেষে ফিরে দেখা যাক তেমন কিছু নাম।


এই বছরের 'শক্তিশালী' নারী চরিত্ররা


আলিয়া ভট্ট (Alia Bhatt): বলিউডের প্রথম সারির অভিনেত্রী। এই বছরে 'গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি' ছবিতে তাঁর দুর্দান্ত পারফর্ম্যান্সের মাধ্যমে দেশের ও বিদেশের দর্শকদের মন ছুঁয়েছেন। তিনি দৃঢ়তার সঙ্গে তাঁর অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন। এই বছরে তিনি পা রেখেছেন ওটিটি-র দুনিয়াতেও। তাঁর প্রথম প্রযোজনা 'ডার্লিংস'ও নারীকেন্দ্রিক। দর্শক তাঁকে সেখানেও বেশ পছন্দ করেছেন।


জাহ্নবী কপূর (Janhvi Kapoor): ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করতে সবরকম চেষ্টা করছেন জাহ্নবী কপূর। নিজের চেনা পরিসর ছেড়ে বেরিয়ে অন্য ধরনের ছবি নিয়েও পরীক্ষা নিরীক্ষা করছেন। ওটিটি-তে মুক্তি প্রাপ্ত ছবি 'গুড লাক জেরি'তে মূল চরিত্রে অভিনয় করেন তিনি। বেশ প্রশংসিত হয় তাঁর কাজ। এছাড়া বছরের শেষের দিকে মুক্তি পায় বনি কপূরের 'মিলি'। সেখানেও প্রধান চরিত্রে জাহ্নবী। এখনও সেই ছবির জন্য বাহবা পাচ্ছেন তিনি।


বিদ্যা বালান (Vidya Balan): যে কোনও চরিত্রে বিদ্যা বালানের জুড়ি মেলা ভার। দৃঢ় ও সাহসী মহিলার চরিত্রে তাঁর নাম নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই বছর মুক্তি পেয়েছে তাঁর 'জলসা'। এই একটিমাত্র রিলিজ তাঁর এই বছরের, তাতেও দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী অনায়াসেই। 


আরও পড়ুন: 'Haami 2': শীতের শহরে 'হামি' বৃষ্টি, তিন খুদের হাত ধরে প্রেক্ষাগৃহের টিকিট কাউন্টারে 'লাল্টু-মিতালি'


শেফালি শাহ (Shefali Shah): এই বছর যেন শেফালিরই। একের পর এক রিলিজ, সবকটাতেই তাঁর অসামান্য অভিনয়। 'জলসা', 'ডার্লিংস', 'দিল্লি ক্রাইম ২', 'হিউম্যান', ওটিটি প্ল্যাটফর্মে একের পর এক হিট দিয়েছেন অভিনেত্রী। এছাড়া সম্প্রতি মুক্তি পেয়েছে 'ডক্টর জি'। সেখানেও নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। 


করিনা কপূর খান (Kareena Kapoor Khan): লম্বা বিরতির পর রুপোলি পর্দায় ফিরেছেন করিনা কপূর খান। 'লাল সিংহ চাড্ডা' ছবিতে তাঁকে রূপার চরিত্রে অভিনয় করতে দেখা যায়। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লেও করিনার অভিনয় প্রশংসিত হয়েছে বিপুলভাবে। 


এছাড়াও ২০২২ সালে সিনে দুনিয়ায় বিশেষ অবদান রেখেছেন নুসরত ভারুচা, ইয়ামি গৌতম ধর, ফাতিমা সানা শেখ, মৌনী রায় ও কাজলও।